রাজনীতি

বিএনপি ধর্মের নামে প্রতারণা করতে চায় না: সালাহউদ্দিন

আপডেট: ডিসে ০৮, ২০২৫ : ০৯:২৬ এএম ১৪
বিএনপি ধর্মের নামে প্রতারণা করতে চায় না: সালাহউদ্দিন
ফাইল ছবি

বিএনপির স্থায়ী কমিটির সদস্য সালাহউদ্দিন আহমেদ বলেছেন, ধর্মের নামে ট্যাবলেট বিক্রি করে জনগণের সঙ্গে প্রতারণার চেষ্টা করছে এমন দলের নীতি-আদর্শ নেই। তিনি বলেন, জনগণ ইতোমধ্যেই তাদের চিনেছে এবং মুখোশ উন্মোচিত হয়েছে।

আজ সোমবার (৮ ডিসেম্বর) রাজধানীর খামাড়বাড়িতে কৃষিবিদ ইনস্টিটিউট মিলনায়তনে ‘বিএনপির দেশ গড়ার পরিকল্পনা’ শীর্ষক অনুষ্ঠানে তিনি এ মন্তব্য করেন। সালাহউদ্দিন বলেন, “যারা বিনা পরিশ্রমে জান্নাতে যেতে চায়, তাদের জানতে হবে সেখানে যাওয়ার বাস স্টেশনটা কোথায়।”

তিনি আরও বলেন, বিএনপি ধর্মের ট্যাবলেট বিক্রি করতে চায় না। “আমরা চাই জনগণের কল্যাণের জন্য সুষ্ঠু পরিকল্পনা কী আছে তা মানুষের কাছে পৌঁছে দিতে। জনগণকে সহজ ভাষায় আমাদের পরিকল্পনা জানাতে হবে।”

সালাহউদ্দিন আহমেদ বলেন, বাংলাদেশ মানেই বিএনপি, গণতন্ত্রের আরেক নাম বিএনপি। তিনি জোর দেন, ১৯৯০ সালের স্বৈরাচারবিরোধী আন্দোলন, ১৯৯১ সালে সংসদীয় ব্যবস্থা ও ১৯৯৬ সালের তত্ত্বাবধায়ক সরকার—সবই বিএনপির অবদান।


আরএস

Tags:
বিএনপি সালাহউদ্দিন আহমেদ

০ মন্তব্য


No comments yet. Be the first to comment!