রাজনীতি

বিএনপির শুধু ‘ডিটেইল প্ল্যানিং’ আছে, অন্য দলের নেই: তারেক রহমান

আপডেট: ডিসে ০৯, ২০২৫ : ০৪:৩০ পিএম ১০
বিএনপির শুধু ‘ডিটেইল প্ল্যানিং’ আছে, অন্য দলের নেই: তারেক রহমান

বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান বলেছেন, দেশকে উন্নতির পথে নিতে যে পরিকল্পনা ও রূপরেখা দরকার, তা একমাত্র বিএনপিরই রয়েছে। অন্য কোনো রাজনৈতিক দলের এমন সুস্পষ্ট পরিকল্পনা নেই বলেও মন্তব্য করেন তিনি।

আজ মঙ্গলবার বিকেলে রাজধানীর ফার্মগেটে কৃষিবিদ ইনস্টিটিউশন মিলনায়তনে ‘দেশ গড়ার পরিকল্পনা’ শীর্ষক অনুষ্ঠানে বক্তব্য দেন তারেক রহমান। বিজয়ের মাস উপলক্ষে আয়োজিত এ অনুষ্ঠানে জাতীয়তাবাদী ছাত্রদলের নেতা-কর্মীরা অংশ নেন। তারেক রহমান বলেন, ‘রাষ্ট্র পরিচালনা ফুলঝুরি কথায় সম্ভব নয়। জনগণের পেটের দায়, কর্মসংস্থান, অর্থনৈতিক প্রবৃদ্ধি—এসবের জন্য পরিকল্পনা লাগে। বিএনপি জনগণের সামনে সেই পূর্ণাঙ্গ পরিকল্পনা তুলে ধরছে।’

দুর্নীতি দমন, আইনশৃঙ্খলা রক্ষা, নারী শিক্ষা, ক্রীড়া উন্নয়ন, স্বাস্থ্য, শিক্ষা, বেকারত্ব দূরীকরণ, তরুণদের প্রশিক্ষণ, শিল্পখাতের প্রসার, ফ্যামিলি কার্ড–ফার্মাস কার্ড–স্বাস্থ্য কার্ড—এসব কর্মসূচি নেতাকর্মীদের ঘরে ঘরে পৌঁছে দিতে নির্দেশ দেন তিনি। দুর্নীতির প্রসঙ্গ তুলে তিনি বলেন, বিএনপির শাসনামলে দেশের দুর্নীতির সূচক কমেছিল। খালেদা জিয়া দুর্নীতি দমন কমিশন (দুদক) গঠন করেছিলেন এবং সরকারি কর্মকর্তাদের বিরুদ্ধে তদন্তে রাজনৈতিক অনুমতির বাধা ছিল না। বর্তমান সরকার সেই আইন পরিবর্তন করেছে বলেও অভিযোগ করেন তিনি। বিএনপি ক্ষমতায় এলে আবারও এসব আইন সংস্কারের ঘোষণা দেন তারেক।

দেশের স্বাধীনতা ও সার্বভৌমত্ব রক্ষায় বিএনপির ‘ট্র্যাক রেকর্ড’ রয়েছে দাবি করে তিনি বলেন, তালপট্টি দ্বীপে নিয়ন্ত্রণ প্রতিষ্ঠা কিংবা সীমান্ত নদীর পানির ন্যায্য হিস্যা আদায়ে আন্তর্জাতিক অঙ্গনে কার্যকর ভূমিকা রেখেছিল বিএনপি সরকার। নারী স্বাবলম্বিতার প্রসঙ্গে তারেক রহমান বলেন, দেশের জনসংখ্যার অর্ধেক নারীকে ঘরের মধ্যে সীমাবদ্ধ রাখার মানসিকতা থেকে বের হতে হবে। বিএনপি ক্ষমতায় এলে প্রায় চার কোটি পরিবারের নারী প্রধানকে ‘ফ্যামিলি কার্ড’ দেওয়ার পরিকল্পনা রয়েছে।

আইনশৃঙ্খলার কঠোর প্রয়োগের প্রতিশ্রুতি দিয়ে তিনি বলেন, ‘অন্যায়কারী যে–ই হোক, সে দলের পরিচয়ে পার পাবে না। অতীতেও বিএনপি দলীয়ভাবে কাউকে রক্ষা করেনি, ভবিষ্যতেও করবে না।’ নেতাকর্মীদের উদ্দেশে তারেক রহমান বলেন, দলকে আগে রাখতে হবে। দলের প্রতি জনগণের সমর্থন ধরে রাখতে নিজেদের এলাকায় টিম গঠন করে মানুষের দোরগোড়ায় যেতে হবে। পরিকল্পনাগুলো লিফলেট আকারে মানুষের হাতে পৌঁছে দিতে হবে।

অনুষ্ঠানে ঘোষণা দেওয়া হয়, লক্ষ্মীপুর–১ আসনে বিএনপিতে যোগ দেওয়া শাহাদাত সেলিমকে মনোনয়ন দেওয়া হয়েছে। সভাপতিত্ব করেন দলের সিনিয়র যুগ্ম মহাসচিব ও ‘দেশ গড়ার পরিকল্পনা’ বাস্তবায়ন কমিটির আহ্বায়ক রুহুল কবির রিজভী। সঞ্চালনা করেন যুগ্ম মহাসচিব হাবিব উন নবী খান সোহেল।


আরএস

Tags:
তারেক রহমান বিএনপি

০ মন্তব্য


No comments yet. Be the first to comment!