রাজনীতি

দুর্নীতি–সন্ত্রাস বা ফ্যাসিজমের অভিযোগ পেলে প্রার্থিতা বাতিল হবে: নাহিদ ইসলাম

আপডেট: ডিসে ১০, ২০২৫ : ০৬:৪৭ এএম
দুর্নীতি–সন্ত্রাস বা ফ্যাসিজমের অভিযোগ পেলে প্রার্থিতা বাতিল হবে: নাহিদ ইসলাম

দুর্নীতি, সন্ত্রাস বা ফ্যাসিজমের সঙ্গে সংশ্লিষ্টতার অভিযোগ পাওয়া গেলে সেই ব্যক্তির প্রার্থিতা বাতিল করা হবে বলে জানিয়েছেন জাতীয় নাগরিক পার্টি (এনসিপি) আহ্বায়ক নাহিদ ইসলাম। আজ বুধবার সকালে দলটির অস্থায়ী কার্যালয়ে আয়োজিত এক ব্রিফিংয়ে তিনি এসব কথা বলেন। এর আগে দলীয়ভাবে ১২৫ জন প্রার্থীর প্রাথমিক তালিকা ঘোষণা করেন সদস্য সচিব আখতার হোসেন।

নাহিদ ইসলাম বলেন, ‘আমরা কোনো আসন বিশেষ কোনো ব্যক্তির জন্য ফাঁকা রাখিনি। আমাদের মনোনয়ন বোর্ড যে রিপোর্ট দিয়েছে, তার ভিত্তিতে প্রাথমিক তালিকা চূড়ান্ত করেছি। এ তালিকা আমরা জনগণের জন্য উন্মুক্ত করেছি—যদি কারও বিরুদ্ধে দুর্নীতি, সন্ত্রাস বা ফ্যাসিজম–সংক্রান্ত অভিযোগ পাওয়া যায়, তাহলে তাঁর প্রার্থিতা বাতিল হবে। এই প্রক্রিয়া চলছে এবং চলমান থাকবে।’

মনোনয়নে অন্তর্ভুক্তিমূলকতা

এনসিপির মনোনয়ন প্রক্রিয়ায় বিভিন্ন পেশার মানুষকে যুক্ত করা হয়েছে জানিয়ে নাহিদ ইসলাম বলেন, ‘দলের বাইরে থেকেও মনোনয়ন দেওয়ার নীতি আমরা অনুসরণ করছি। শিক্ষক, ডাক্তার, ইঞ্জিনিয়ার, প্রবাসী বাংলাদেশিসহ বিভিন্ন শ্রেণি–পেশার মানুষকে বিবেচনায় নেওয়া হয়েছে।’ তিনি বলেন, মনোনয়ন তালিকায় নারী, পুরুষ, সংখ্যালঘুসহ বিভিন্ন সামাজিক গোষ্ঠীর প্রতিনিধিত্ব নিশ্চিত করার চেষ্টা করা হচ্ছে। ‘প্রাথমিক ১২৫ জনের তালিকায় আমরা যে অনুপাত বজায় রেখেছি, ৩০০ আসনের চূড়ান্ত তালিকাতেও সেই অনুপাত রক্ষা করা হবে,’ বলেন তিনি।

মনোনয়নে এখনও পরিবর্তনের সুযোগ

এখনও যেসব আসনে মনোনয়ন দেওয়া হয়নি বা যেসব আসনে মনোনয়ন দেওয়া থাকলেও আরও উপযুক্ত প্রার্থী পাওয়া যেতে পারে—সেসব ক্ষেত্রে পরিবর্তন আনা হবে বলেও জানান নাহিদ ইসলাম। তিনি বলেন, ‘চূড়ান্ত মনোনয়ন দেওয়ার আগে পর্যন্ত আমাদের দরজা খোলা আছে। কারও বিরুদ্ধে অভিযোগ পাওয়া গেলে তাঁর মনোনয়ন বাতিল করা হতে পারে। আর যেখানে ভালো প্রার্থী পাওয়া যাবে, সেখানে তাঁকে মনোনয়ন দেওয়া হবে।’


আরএস

Tags:
জাতীয় নাগরিক পার্টি নাহিদ ইসলাম

০ মন্তব্য


No comments yet. Be the first to comment!