আসন্ন ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে নোয়াখালী–৬ (হাতিয়া) আসনে শাপলা কলি প্রতীকে নির্বাচন করবেন জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) সিনিয়র যুগ্ম মুখ্য সমন্বয়ক আবদুল হান্নান মাসউদ। বিষয়টি নিশ্চিত করেছেন দলের সদস্য সচিব আখতার হোসেন।
আজ বুধবার সকালে প্রথম ধাপের দলীয় প্রার্থিতার তালিকা প্রকাশ করে এনসিপি। ঘোষিত ১২৫ জনের তালিকায় নোয়াখালীর ছয়টি আসনের মধ্যে তিনটিতে প্রার্থী চূড়ান্ত করা হয়েছে।
নির্ধারিত আসনগুলো হলো—
নোয়াখালী–১ (চাটখিল–সোনাইমুড়ী): ব্যারিস্টার ওমর ফারুক
নোয়াখালী–৫ (কোম্পানীগঞ্জ–কবিরহাট): অ্যাডভোকেট হুমায়রা নূর
নোয়াখালী–৬ (হাতিয়া): আবদুল হান্নান মাসউদ
নোয়াখালী–২, ৩ ও ৪ আসনের প্রার্থী এখনো ঘোষণা হয়নি।
‘প্রতীকের চেয়ে মানুষের ভালোবাসা গুরুত্বপূর্ণ’ মনোনয়ন ঘোষণার পর প্রতিক্রিয়ায় আবদুল হান্নান মাসউদ বলেন, শাপলা প্রতীক তাঁর জন্য গৌরবের হলেও মানুষের ভালোবাসাকেই তিনি বেশি গুরুত্ব দেন। তিনি বলেন, বহু বছর ধরে হাতিয়ার দুর্যোগ–দুর্বিপাকে ক্ষতিগ্রস্ত পরিবার, চিকিৎসা–সেবায় বঞ্চিত মানুষ, নদীভাঙনে ঘরহারা জনগোষ্ঠীর পাশে থাকার চেষ্টা করেছেন।
হান্নান মাসউদ বলেন, হাতিয়ার উন্নয়ন তাঁর কাছে শুধু নির্বাচনী অঙ্গীকার নয়, ব্যক্তিগত দায়িত্ব। বিশেষ করে নদীভাঙন রোধে দীর্ঘদিন ধরে কাজ করে আসছেন। তাঁর ভাষায়, ‘মানুষের চোখের জল মুছতে এবং নিরাপদ ভবিষ্যৎ নিশ্চিত করতে আমি আরও জোরালোভাবে কাজ করতে চাই।’
তিনি আরও বলেন, ‘রাজনীতি আমার কাছে ক্ষমতার প্রশ্ন নয়, মানুষের সেবা করার সুযোগ। জনগণের যে বিশ্বাস আমাকে দিয়েছে, সেই বিশ্বাসের মর্যাদা রক্ষা করব। উন্নত, নিরাপদ ও সমৃদ্ধ হাতিয়া গড়তে সবার সঙ্গে নিয়ে কাজ করতে চাই।’
আরএস
No comments yet. Be the first to comment!