জাতীয় নির্বাচনে ‘ধানের শীষ বিজয়ী হলে দেশ রক্ষা পাবে’ মন্তব্য করে বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান বলেছেন, ধানের শীষকে জেতানোর বিকল্প নেই। ‘ধানের শীষকে জেতানোর মাধ্যমে জনগণের পক্ষে যে পরিকল্পনা, সেটি বাস্তবায়ন করতে হবে।’
বুধবার (১০ ডিসেম্বর) রাজধানীর ফার্মগেটের কৃষিবিদ ইনস্টিটিউশন মিলনায়তনে বিএনপির আয়োজিত ‘দেশ গড়ার পরিকল্পনার কর্মসূচি’ শীর্ষক অনুষ্ঠানে তিনি এসব কথা বলেন। অনুষ্ঠানে যুবদল ও কৃষকদলের নেতারা অংশ নেন। তারেক রহমান বলেন, ‘ধানের শীষকে জেতানোর মাধ্যমে দেশকে রক্ষা করতে হবে। প্রথম বাংলাদেশ আমার, শেষ বাংলাদেশ আমার। কোনো আপস নেই।’
অনুষ্ঠানে অংশগ্রহণকারীদের উদ্দেশে তিনি বলেন, ‘আপনার দল যে স্ট্রেট কাট প্ল্যান দেখাল—বাংলাদেশের আর কোনো রাজনৈতিক দল এরকম পরিকল্পনা দিতে পারেনি। দেশের মানুষকে এগিয়ে নেওয়ার মতো কোনো রোডম্যাপ তারা দেখাতে পারেনি। একমাত্র বিএনপিই তা পেরেছে।’ তিনি আরও বলেন, ‘এখন বসে থাকার সময় নেই। আপনাকে যুদ্ধে নেমে পড়তে হবে। এটা মানুষের জন্য, দেশের জন্য এক ধরনের যুদ্ধ। আমাদের কাছে প্রথম বাংলাদেশ, শেষও বাংলাদেশ—এই যুদ্ধে সবাইকে ঝাঁপিয়ে পড়তে হবে।’
বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান বলেন, ‘দেশ গড়ার পরিকল্পনা শুধু পরিকল্পনায় থাকলে হবে না। বাংলাদেশে বহু পরিকল্পনা হয়েছে, কিন্তু সেগুলো প্রয়োগের আগেই থেমে গেছে। আমরা পরিকল্পনাকে বাস্তবায়ন করতে চাই—জনগণকে সঙ্গে নিয়ে যেমন আন্দোলন করেছি, তেমনি পরিকল্পনাও বাস্তবায়ন করব। আগামী প্রজন্ম সেটি আরও এগিয়ে নেবে।’
ঘরে ঘরে গিয়ে পরিকল্পনা পৌঁছে দেওয়ার নির্দেশনা দিয়ে তিনি বলেন, ‘দলের পরিকল্পনা মানুষের কাছে নিয়ে যেতে হবে। জনগণকে বোঝাতে হবে, কনভিন্স করতে হবে। কঠিন হলেও এই কাজটাই করতে হবে। এর কোনো বিকল্প নেই। নইলে দেশ ও জাতি ধ্বংস হয়ে যাবে। আমরা যদি সজাগ না হই, যদি মাঠে নেমে না পড়ি—দেশ ধ্বংস হয়ে যাবে।’
তারেক রহমান বলেন, ‘এই দেশকে বারবার বিএনপি রক্ষা করেছে। ইতিহাস দেখলেই বুঝবেন—শহীদ জিয়া ও খালেদা জিয়ার নেতৃত্বে প্রতিবারই দেশকে সংকট থেকে বেরিয়ে আনা হয়েছে। এখন সেই দায়িত্ব আপনাদের কাঁধে। ঘরে বসে নয়, মানুষের কাছে গিয়ে কাজ করতে হবে। তাহলেই পক্ষে সম্ভব হবে।’ অনুষ্ঠানে বিএনপি ভারপ্রাপ্ত চেয়ারম্যান ফ্যামিলি কার্ড, স্বাস্থ্য কার্ড, ফার্মার্স কার্ড, পরিবেশ সংরক্ষণ, বেকারত্ব দূরীকরণ, শিক্ষার মানোন্নয়নসহ দলের অগ্রাধিকারমূলক পরিকল্পনা বাস্তবায়নের রূপরেখা উপস্থাপন করেন।
কার্যক্রমটির সভাপতিত্ব করেন ‘দেশ গড়ার পরিকল্পনা’ বাস্তবায়ন কমিটির আহ্বায়ক ও বিএনপির জ্যেষ্ঠ যুগ্ম মহাসচিব রুহুল কবির রিজভী। সঞ্চালনা করেন যুগ্ম মহাসচিব হাবিব উন নবী খান সোহেল। অন্য নেতারাও অনুষ্ঠানে বক্তব্য দেন।
আরএস
No comments yet. Be the first to comment!