রাজনৈতিক স্বার্থ বা মতের কারণে কারও অধিকার হরণ করা কখনোই গ্রহণযোগ্য নয় বলে মন্তব্য করেছেন জামায়াতে ইসলামীর আমির ডা. শফিকুর রহমান। বিশ্ব মানবাধিকার দিবস উপলক্ষে গণমাধ্যমে পাঠানো এক বিবৃতিতে তিনি এ মন্তব্য করেন।
বিবৃতিতে জামায়াত আমির বলেন, ‘মানবাধিকার একটি মূল্যবান আমানত, সামাজিক সুবিচারের রক্ষাকবচ। জাতি-ধর্ম-বর্ণ-গোষ্ঠী নির্বিশেষে সকল মানুষের অধিকার সমানভাবে নিরাপদ থাকতে হবে।’ তিনি বলেন, ‘সমাজে মতবিরোধ থাকতেই পারে। কিন্তু ভিন্নমতকে অপমান বা হেনস্তা করা, নারী–অসামরিকদের ওপর নির্যাতন, গুম, বিচারহীনতা বা রাষ্ট্রীয় সন্ত্রাস—এসব সম্পূর্ণরূপে অবৈধ ও অনৈতিক। মানবাধিকার কোনো রাজনৈতিক স্বার্থে হরণ করা যায় না।’
ডা. শফিকুর রহমান বলেন, ‘১৯৪৮ সালের আজকের দিনে জাতিসংঘ মানবাধিকারের সর্বজনীন ঘোষণাপত্র গৃহীত করে। ১৯৫০ সালে দিনটিকে বিশ্ব মানবাধিকার দিবস হিসেবে ঘোষণা দেওয়া হয়। সেই থেকে বিশ্বব্যাপী এ দিনটি পালিত হচ্ছে।’ বিবৃতিতে তিনি বিশ্বের বিভিন্ন অঞ্চলে মানবাধিকার লঙ্ঘনের ঘটনাগুলোর তীব্র নিন্দা জানান। তিনি বলেন, ‘গাজাসহ পুরো ফিলিস্তিন, কাশ্মির, মিয়ানমারসহ বহু অঞ্চলে মানবাধিকার চরমভাবে লঙ্ঘিত হচ্ছে। ইসরায়েলি বাহিনীর হামলায় গাজায় প্রায় ৭০ হাজারের বেশি নিরস্ত্র বেসামরিক মানুষ নিহত হয়েছেন; আহত হয়েছেন দেড় লাখের বেশি নারী–শিশু। সেখানে মানবিক বিপর্যয় নেমে এসেছে। চিকিৎসা, খাদ্য, পানি—কিছুই অবাধে প্রবেশ করতে দেওয়া হচ্ছে না।’
তিনি আরও বলেন, ‘কাশ্মির, রাখাইন, লেবানন, ইউক্রেনসহ বহু দেশে এখনো মানবাধিকার লঙ্ঘনের ঘটনা ঘটছে। বিশ্ব মানবাধিকার দিবসে যুদ্ধ বন্ধ করে মানবাধিকার সমুন্নত রাখতে জাতিসংঘ, ইউরোপীয় ইউনিয়নসহ সকল মানবতাবাদী রাষ্ট্র ও প্রতিষ্ঠানের কার্যকর ভূমিকা রাখা জরুরি।’ বিবৃতিতে তিনি ফিলিস্তিন সংকটের স্থায়ী সমাধানে দ্রুত পদক্ষেপ নেওয়ার আহ্বান জানান।
আরএস
No comments yet. Be the first to comment!