আসন্ন জাতীয় নির্বাচনে ‘ভোটের যুদ্ধ’ মোকাবিলায় দলীয় নেতা-কর্মীদের ঐক্যবদ্ধভাবে মাঠে নামার আহ্বান জানিয়েছেন বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান।
আজ বৃহস্পতিবার (১১ ডিসেম্বর) রাজধানীর ফার্মগেটের কৃষিবিদ ইনস্টিটিউট মিলনায়তনে বিএনপির উদ্যোগে আয়োজিত ‘দেশ গড়ার পরিকল্পনা’ শীর্ষক কর্মশালাতে যুক্ত হয়ে তিনি এই আহ্বান জানান। কর্মশালায় সারা দেশ থেকে আসা বিএনপির বিভিন্ন পর্যায়ের নেতারা অংশ নেন।
ভার্চ্যুয়াল বক্তব্যে তারেক রহমান বলেন, ‘আপনারা পরীক্ষিত নেতা-কর্মী। শত অত্যাচার–নির্যাতনের মধ্যেও দলকে ধরে রেখেছেন। ওয়ান-ইলেভেনের সময় থেকে শুরু করে গত স্বৈরাচারের ১৫ বছরের বিভিন্ন ষড়যন্ত্র—সব আপনারা মোকাবিলা করেছেন। তাহলে এখন কেন এই নির্বাচনী যুদ্ধ মোকাবিলা করতে পারবেন না? দেশের জন্য, মানুষের জন্য আমাদের যে পরিকল্পনা—কেন তা জনগণের কাছে তুলে ধরতে পারবেন না? পারবেন, অবশ্যই পারবেন।’
তিনি বলেন, দেশ গড়ার পরিকল্পনা বাস্তবায়নে জনগণের সমর্থন অপরিহার্য। আর সেই সমর্থন অর্জনে নেতা-কর্মীদের ঐকান্তিক প্রচেষ্টা প্রয়োজন। ‘আপনারা নিজেদের এলাকায় যাবেন, কষ্ট করবেন, দলের পরিকল্পনাকে মানুষের কাছে পৌঁছে দেবেন। সামনে থাকবে ধানের শীষ—ব্যক্তি নয়, প্রতীকই হবে আপনাদের শক্তি।’
তারেক রহমান আরও বলেন, শুধু মিটিং-মিছিলে সীমাবদ্ধ থাকলে হবে না। ‘ঘরে ঘরে যেতে হবে, মাঠে মাঠে যেতে হবে। কৃষকের ক্ষেতে, মসজিদের ইমাম-মুয়াজ্জিনের কাছে, প্রাথমিক ও মাধ্যমিক বিদ্যালয়ের শিক্ষকদের কাছে, মা-বোনদের কাছে, স্কুল-কলেজের তরুণ-তরুণীদের কাছে এবং যুবকদের কাছে পৌঁছাতে হবে।’
তিনি আশা প্রকাশ করেন, অতীতে যেমন নানা সংকট মোকাবিলা করেছেন, তেমনি গণতন্ত্র প্রতিষ্ঠার এই লড়াইটিও নেতা-কর্মীরা সফলভাবে এগিয়ে নেবেন।
তারেকের ভাষ্য, বিএনপির ‘দেশ গড়ার পরিকল্পনা’ জনগণকে জানানো প্রয়োজন। ‘আপনারা না গেলে, অন্য কেউ গিয়ে বিভ্রান্তি ছড়াচ্ছে। সেই বিভ্রান্তি থামবে তখনই, যখন আপনারা মাঠে সক্রিয় হবেন।’
কর্মশালায় সভাপতিত্ব করেন দলের জ্যেষ্ঠ যুগ্ম মহাসচিব রুহুল কবির রিজভী। সঞ্চালনা করেন যুগ্ম মহাসচিব হাবিব উন নবী খান সোহেল। বিভিন্ন বিষয়ে কর্মশালায় বিশেষজ্ঞরাও বক্তব্য দেন।
No comments yet. Be the first to comment!