জামায়াতে ইসলামী নেতা আবদুল কাদের মোল্লার ‘ইসলামী সমাজ গড়ার স্বপ্ন’ বাস্তবায়নে দৃঢ়তার সঙ্গে এগিয়ে যাওয়ার আহ্বান জানিয়েছেন দলটির আমির ডা. শফিকুর রহমান। আজ বৃহস্পতিবার সকালে এক বিবৃতিতে তিনি এ আহ্বান জানান।
বিবৃতিতে ডা. শফিকুর রহমান বলেন, আবদুল কাদের মোল্লা শাহাদাতের আগে পর্যন্ত রাজনৈতিক–সামাজিক কর্মকাণ্ডে সক্রিয় ছিলেন এবং দলের বিভিন্ন দায়িত্ব পালন করেছেন। নব্বই দশকের স্বৈরাচারবিরোধী আন্দোলন, শিক্ষা ও গবেষণা ক্ষেত্রে তাঁর ভূমিকার কথাও উল্লেখ করেন তিনি।
আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালে যুদ্ধাপরাধের অভিযোগে গ্রেপ্তার, বিচার ও দণ্ড প্রাপ্তির বিষয়টি উল্লেখ করে জামায়াত আমির দাবি করেন, কাদের মোল্লা “রাজনৈতিক মিথ্যা মামলার শিকার” হয়েছিলেন। তাঁর বক্তব্যে তিনি বলেন, সরকারের আপিলের পর আইন সংশোধিত হওয়ায় কাদের মোল্লার ফাঁসির আদেশ হয় এবং ২০১৩ সালের ১২ ডিসেম্বর দণ্ড কার্যকর করা হয়। ডা. শফিকুর রহমান অভিযোগ করেন, রিভিউ আবেদন খারিজের পূর্ণাঙ্গ রায় প্রকাশের আগে মৃত্যুদণ্ড কার্যকর হওয়ায় “বিচার নিয়ে প্রশ্ন থেকে গেছে”।
বিবৃতিতে তিনি কাদের মোল্লার বক্তব্য উদ্ধৃত করে বলেন, দলের নেতাকর্মীদের ইসলামী আদর্শ প্রতিষ্ঠার লক্ষ্যে কাজ চালিয়ে যেতে হবে। সেই সঙ্গে দেশবাসীর প্রতি তিনি আহ্বান জানান, “ইসলামী সমাজ গঠনের লক্ষ্যে ঐক্যবদ্ধ ভূমিকা রাখার।”
২০১৩ সালে আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালে মানবতাবিরোধী অপরাধের মামলায় দোষী সাব্যস্ত হন আবদুল কাদের মোল্লা। পরে আপিলের রায়ে তাঁকে মৃত্যুদণ্ড দেওয়া হয় এবং একই বছরের ১২ ডিসেম্বর তাঁর ফাঁসি কার্যকর করা হয়।
আরএস
No comments yet. Be the first to comment!