রাজনীতি

শামীম নির্বাচিত হলে হাতিয়া মাথা উঁচু করে দাঁড়াবে: আমীর খসরু

আপডেট: ডিসে ১৩, ২০২৫ : ০৬:০৮ এএম
শামীম নির্বাচিত হলে হাতিয়া মাথা উঁচু করে দাঁড়াবে: আমীর খসরু

বিএনপির স্থায়ী কমিটির সদস্য আমীর খসরু মাহমুদ চৌধুরী বলেছেন, নোয়াখালী–৬ (হাতিয়া) আসনে বিএনপির মনোনীত প্রার্থী মাহবুবের রহমান শামীম নির্বাচিত হলে হাতিয়া বাংলাদেশের মানচিত্রে মাথা উঁচু করে দাঁড়াবে এবং শান্তির জনপদে পরিণত হবে।

শুক্রবার (১২ ডিসেম্বর) সন্ধ্যায় চট্টগ্রাম নগরের জিইসি মোড়ের জিইসি কনভেনশন হলে আয়োজিত চট্টগ্রামস্থ হাতিয়াবাসীর মিলনমেলা অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন। আমীর খসরু বলেন, নোয়াখালী–৬ আসন থেকে বিএনপির প্রার্থী হিসেবে নির্বাচন করছেন আন্দোলন–সংগ্রামের পরীক্ষিত সৈনিক মাহবুবের রহমান শামীম। তিনি জীবনের ঝুঁকি নিয়ে রাজপথে কাজ করেছেন। আন্দোলনে যেমন সফল হয়েছেন, নির্বাচনেও তেমনি সফল হবেন। ইনশাল্লাহ তিনি বিপুল ভোটে জয়ী হবেন।

তিনি আরও বলেন, শামীম নির্বাচিত হলে হাতিয়ার মর্যাদা বাড়বে। হাতিয়ার মানুষের ন্যায্য মূল্যায়ন হবে এবং দ্বীপটি একটি শান্তির জনপদে পরিণত হবে।

অনুষ্ঠানে প্রধান বক্তা হিসেবে বক্তব্য দেন নোয়াখালী–৬ (হাতিয়া) আসনে বিএনপি মনোনীত সংসদ সদস্য প্রার্থী ও কেন্দ্রীয় বিএনপির সাংগঠনিক সম্পাদক মাহবুবের রহমান শামীম। তিনি বলেন, প্রাকৃতিক সৌন্দর্যের পাশাপাশি হাতিয়া সামুদ্রিক সম্পদ ও মৎস্য আহরণের ক্ষেত্রে অত্যন্ত গুরুত্বপূর্ণ একটি অঞ্চল। কিন্তু দীর্ঘদিন ধরে এখানকার মানুষ নাগরিক সুযোগ–সুবিধা ও উন্নয়ন থেকে বঞ্চিত রয়েছে। তিনি হাতিয়ার প্রধান সমস্যা হিসেবে নদীভাঙনের কথা উল্লেখ করে বলেন, নির্বাচিত হলে নদীভাঙন রোধে কার্যকর ব্যবস্থা নেওয়া হবে। পাশাপাশি পিছিয়ে পড়া মানুষের জীবনমান উন্নয়নে কাজ করে হাতিয়াকে একটি সমৃদ্ধ ও নিরাপদ জনপদে রূপান্তরিত করার অঙ্গীকার করেন তিনি।

হাতিয়া উপজেলা বিএনপির সাবেক সভাপতি মোহাম্মদ আলাউদ্দীনের সভাপতিত্বে অনুষ্ঠানে আরও বক্তব্য দেন চট্টগ্রাম উত্তর জেলা বিএনপির সাবেক যুগ্ম আহ্বায়ক ইঞ্জিনিয়ার বেলায়েত হোসেন, মহানগর বিএনপির যুগ্ম আহ্বায়ক মঞ্জুর আলম চৌধুরী মঞ্জু, হাতিয়া বিএনপির নেতা আব্দুর রহমান, সারোয়ার শামীম, মো. আজাদ, আতাউর রহমান ফরহাদ, আমিরুল হায়দার সাজ্জাদ, সাব্বির উদ্দীন মাসুম, ফাহিম উদ্দীন, সুমন তালুকদার, প্রভাষক আলতাফ আজীম, মো. আলী, সাইফুল্লাহ মনির, গোলাম কিবরিয়া শরীফ, মো. হ্যাপি, মনির শাওন, রিয়াজ মাহমুদ, শরিফুল ইসলাম দুখু ও কবির মাহমুদ। অনুষ্ঠানে চট্টগ্রামস্থ বিপুলসংখ্যক হাতিয়াবাসী উপস্থিত ছিলেন।


আরএস

Tags:
আমীর খসরু

০ মন্তব্য


No comments yet. Be the first to comment!