গণ অধিকার পরিষদের সাধারণ সম্পাদক রাশেদ খাঁন জানিয়েছেন, ঢাকা-৮ আসনের সম্ভাব্য স্বতন্ত্র প্রার্থী ও ইনকিলাব মঞ্চের মুখপাত্র ওসমান হাদির অবস্থা বর্তমানে অত্যন্ত ‘ক্রিটিক্যাল’। তিনি দেশবাসীর প্রতি আহ্বান জানান, সবাই তাঁর সুস্থতার জন্য দোয়া করুন।
শনিবার (১৩ ডিসেম্বর) দুপুর পৌনে ১২টার দিকে এভারকেয়ার হাসপাতাল থেকে বের হয়ে সাংবাদিকদের সঙ্গে আলাপকালে রাশেদ খাঁন বলেন, “আমি হাসপাতালে গিয়ে দেখেছি, তার মেডিকেল বোর্ড বসেছে। তার ভাই আমাকে অবস্থা জানিয়েছেন, যা অত্যন্ত সংকটাপন্ন এবং অপরিবর্তনীয়।”
রাশেদ খাঁন আরও বলেন, “আগামী নির্বাচন বানচাল করার উদ্দেশ্যে আওয়ামী লীগ ৫০ জন প্রার্থীকে টার্গেট করেছে। এর অংশ হিসেবে শুক্রবার ওসমান হাদিকে গুলি করা হয়েছে। পরবর্তীতে আমি বা অন্য কেউও টার্গেটে পড়তে পারি।”
তিনি নিরাপত্তার শঙ্কা তুলে ধরে বলেন, “প্রার্থীদের নিরাপত্তা না থাকলে তারা কীভাবে নির্বাচনে গণসংযোগ করতে পারবে? আমরা অন্তর্বর্তী সরকারের কাছে দাবি জানাই, অবিলম্বে অপরাধীদের গ্রেফতার করা এবং দেশব্যাপী চিরুনি অভিযান পরিচালনা করা হোক।”
আরএস
No comments yet. Be the first to comment!