নির্বাচনের মাধ্যমে গণতান্ত্রিক বাংলাদেশ গড়ার স্বপ্ন যখন দেশের মানুষ দেখছে, তখন নতুন করে হত্যাকাণ্ডের আশঙ্কা তৈরি হয়েছে বলে মন্তব্য করেছেন বিএনপির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর। তিনি বলেছেন, ‘আমরা আশঙ্কা করছি, হাদির গুলির মতো ঘটনা আরও ঘটতে পারে।’
আজ রোববার (১৪ ডিসেম্বর) সকালে রাজধানীর মিরপুরে শহীদ বুদ্ধিজীবী স্মৃতিসৌধে শ্রদ্ধা নিবেদন শেষে সাংবাদিকদের সঙ্গে আলাপকালে এসব কথা বলেন তিনি।
মির্জা ফখরুল বলেন, ‘গত পরশু একটি হত্যাচেষ্টা হয়েছে। দেশের মানুষ যখন নির্বাচনের মাধ্যমে গণতান্ত্রিক বাংলাদেশ নির্মাণের স্বপ্ন দেখছে, তখনই দেশের শত্রুরা আবারও হত্যাকাণ্ডে মেতে উঠেছে।’ বিএনপির মহাসচিব জানান, দলের চেয়ারপারসন খালেদা জিয়া গুরুতর অসুস্থ থাকায় তাঁর পক্ষ থেকে এবং দলের ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের পক্ষ থেকে তিনি শহীদ বুদ্ধিজীবী স্মৃতিসৌধে এসে শ্রদ্ধা জানিয়েছেন।
তিনি বলেন, ‘আমরা শপথ নিয়েছি—যেকোনো মূল্যে দেশের স্বাধীনতা ও সার্বভৌমত্ব রক্ষা করব এবং গণতান্ত্রিক অগ্রযাত্রাকে সামনে এগিয়ে নেব।’
১৯৭১ সালের ১৪ ডিসেম্বরের প্রসঙ্গ টেনে মির্জা ফখরুল বলেন, পাকিস্তানি হানাদার বাহিনী ও তাদের দোসরদের যোগসাজশে বিশ্ববিদ্যালয়ের শিক্ষক, চিকিৎসক, প্রকৌশলী, গবেষক, কবি, সাহিত্যিক ও সাংবাদিকসহ দেশের শ্রেষ্ঠ সন্তানদের তুলে নিয়ে গিয়ে নির্মমভাবে হত্যা করা হয়েছিল। এর মাধ্যমে জাতি তার সেরা মেধাবীদের হারিয়েছে।
বুদ্ধিজীবী হত্যাকাণ্ডকে একটি পরিকল্পিত হত্যাযজ্ঞ উল্লেখ করে তিনি বলেন, বাংলাদেশকে মেধাশূন্য করে দেওয়াই ছিল এই নৃশংসতার মূল উদ্দেশ্য। এই দিনে জাতি বারবার শহীদ বুদ্ধিজীবীদের স্মরণ করবে এবং স্বাধীনতার চেতনাকে আরও দৃঢ়ভাবে এগিয়ে নিয়ে যাবে।
আরএস
No comments yet. Be the first to comment!