রাজনীতি

যেকোনো মূল্যে নির্বাচন হতে হবে, এমন পরিস্থিতি তৈরি করতে হবে: তারেক রহমান

আপডেট: ডিসে ১৪, ২০২৫ : ০৫:৪৭ এএম
যেকোনো মূল্যে নির্বাচন হতে হবে, এমন পরিস্থিতি তৈরি করতে হবে: তারেক রহমান

বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান বলেছেন, এবারের নির্বাচন সহজ হবে না। ষড়যন্ত্র এখনো থেমে নেই। তাই যেকোনো মূল্যে নির্বাচন হতে হবে—এমন পরিস্থিতি তৈরি করতে হবে।

শনিবার (১৩ ডিসেম্বর) বিকেলে রাজধানীর ফার্মগেটের কৃষিবিদ ইনস্টিটিউশন মিলনায়তনে বিএনপির উদ্যোগে আয়োজিত ‘দেশ গড়ার পরিকল্পনা’ শীর্ষক সপ্তাহব্যাপী কর্মশালার সমাপনী অনুষ্ঠানে সারা দেশ থেকে আসা মাঠপর্যায়ের নেতাদের উদ্দেশে তিনি এসব কথা বলেন।

তারেক রহমান বলেন, ‘আমি আগেও বলেছিলাম, নির্বাচন অত সহজ হবে না। গত কয়েক দিনের ঘটনা, বিশেষ করে চট্টগ্রামে আমাদের প্রার্থীর ওপর গুলিবর্ষণের ঘটনা প্রমাণ করছে যে ষড়যন্ত্র থেমে নেই। আমরা যদি নিজেদের মধ্যে মতপার্থক্য কমিয়ে ঐক্যবদ্ধ না হই, তাহলে দেশ ধ্বংসের দিকে চলে যাবে।’

নেতাকর্মীদের সতর্ক করে দিয়ে তিনি বলেন, চলমান ষড়যন্ত্র আরও ভয়াবহ রূপ নিতে পারে। তবে ভয় বা আতঙ্কে না থেকে জনগণকে সাহস দিতে হবে এবং দেশপ্রেমিক মানুষকে ঐক্যবদ্ধ করতে হবে। ‘আমরা যত সামনে এগিয়ে আসব এবং যেকোনো মূল্যে নির্বাচন হওয়ার পরিস্থিতি তৈরি করব, ষড়যন্ত্রকারীরা তত পিছু হটতে বাধ্য হবে,’ বলেন তারেক রহমান।

তিনি বলেন, দেশের সংকটময় সময়ে বারবার বিএনপি দেশকে ধ্বংসের হাত থেকে উদ্ধার করেছে। কখনো শহীদ জিয়াউর রহমানের নেতৃত্বে, কখনো দেশনেত্রী খালেদা জিয়ার নেতৃত্বে দেশকে খাদের কিনারা থেকে ফিরিয়ে আনা হয়েছে। নেতাকর্মীদের উদ্দেশে তিনি আরও বলেন, ‘এখন “আমি কী পেলাম”—এই প্রশ্ন বাদ দেওয়ার সময় এসেছে। ভাবতে হবে দেশ ও জাতির জন্য আমরা কী দিতে পারলাম। দেশকে কিছু দিতে পারলেই সম্মান ও মর্যাদা আসবে।’

ঘরে বসে না থেকে মাঠে নামার আহ্বান জানিয়ে বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান বলেন, ‘এই যুদ্ধে আমাদের জিততেই হবে। আর এই যুদ্ধে সবচেয়ে বড় শক্তি হলো বাংলাদেশের জনগণ। জনগণকে সঙ্গে নিয়েই আমাদের বিজয় নিশ্চিত করতে হবে।’

এ সময় ফ্যামিলি কার্ড, কৃষক কার্ড, স্বাস্থ্য কার্ড, শিক্ষা ও বেকার সমস্যা সমাধানসহ দলের আট দফা পরিকল্পনা জনগণের কাছে সহজ ভাষায় তুলে ধরার দায়িত্ব তরুণ নেতাদের ওপর অর্পণ করেন তিনি। তাঁর মতে, মানুষের সমর্থন আদায়ে এই দায়িত্ব সফলভাবেই পালন করতে হবে। কর্মশালায় ‘দেশ গড়ার পরিকল্পনা’ বাস্তবায়ন কমিটির আহ্বায়ক ও বিএনপির সিনিয়র যুগ্ম মহাসচিব রুহুল কবির রিজভীর সভাপতিত্বে এবং যুগ্ম মহাসচিব হাবিব উন নবী খান সোহেলের সঞ্চালনায় অনুষ্ঠানটি অনুষ্ঠিত হয়।

 

আরএস

Tags:
তারেক রহমান

০ মন্তব্য


No comments yet. Be the first to comment!