রাজনীতি

হাদিকে হত্যাচেষ্টা: মির্জা আব্বাসকে নিয়ে মিথ্যা প্রচারের অভিযোগে মামলা

আপডেট: ডিসে ১৪, ২০২৫ : ০৯:৩৭ এএম
হাদিকে হত্যাচেষ্টা: মির্জা আব্বাসকে নিয়ে মিথ্যা প্রচারের অভিযোগে মামলা

ইনকিলাব মঞ্চের মুখপাত্র ও ঢাকা-৮ আসনের সম্ভাব্য স্বতন্ত্র প্রার্থী শরিফ ওসমান হাদির গুলিবিদ্ধ হওয়ার ঘটনায় বিএনপির মনোনীত প্রার্থী মির্জা আব্বাসকে নিয়ে মিথ্যা তথ্য প্রচারের অভিযোগে একটি অনলাইন নিউজ পোর্টালের বিরুদ্ধে ঢাকার আদালতে মামলা দায়ের করা হয়েছে।

আজ রোববার (১৪ ডিসেম্বর) ঢাকার অতিরিক্ত চিফ মেট্রোপলিটন জজ জেসমিন ইসলামের আদালতে মামলা দায়ের করেন ঢাকা আইনজীবী সমিতির সদস্য অ্যাডভোকেট মোহাম্মদ সাদিকুর রহমান ভূঁইয়া। আদালত বাদীর জবানবন্দি গ্রহণ করে ডিবি পুলিশকে তদন্ত করে প্রতিবেদন জমা দিতে নির্দেশ দেন।

মামলায় অভিযোগ করা হয়েছে, নির্বাচনী আচরণবিধি লঙ্ঘন করে বিএনপির ঢাকা-৮ আসনের সম্ভাবনাময় প্রার্থী মির্জা আব্বাসের ব্যক্তিগত চরিত্র ও আচরণ সম্পর্কে মিথ্যা তথ্য প্রদান করা হয়েছে, যাতে নির্বাচনের ফলাফলকে প্রভাবিত করার চেষ্টা করা হয়। সংবাদটি প্রকাশিত হয় ১২ ডিসেম্বর বিকেল ৩টা ২৫ মিনিটে।

বাদীর পক্ষের দাবি, ওই সময়ে নির্বাচনী প্রচারণার অংশ হিসেবে স্বতন্ত্র প্রার্থী ওসমান হাদিকে হত্যার উদ্দেশ্যে গুলি করা হয়, এবং ঘটনাস্থলে প্রকাশিত ছবির ভিত্তিতে প্রকৃত অপরাধী শনাক্ত করার প্রচেষ্টা চলছিল। সেই সুযোগে পত্রিকা ও তার সহযোগীরা বিএনপির প্রার্থীর বিরুদ্ধে মিথ্যা তথ্য প্রচার করে নির্বাচনী সুবিধা অর্জনের চেষ্টা করেছে।

সাদিকুর রহমান জানান, গত ১২ ডিসেম্বর বিকেল ৪টায় বিএনপির নয়াপল্টন অফিসে বসে সংবাদটি পর্যালোচনা করা হয়। পরে আজ আদালতে মামলা দায়ের করা হয়।

 

আরএস

Tags:
মির্জা আব্বাস

০ মন্তব্য


No comments yet. Be the first to comment!