রাজনীতি

আসন্ন নির্বাচন ঘিরে উপস্থিত দুটি শক্তি: মির্জা ফখরুল

আপডেট: ডিসে ১৫, ২০২৫ : ০৬:১৮ এএম
আসন্ন নির্বাচন ঘিরে উপস্থিত দুটি শক্তি: মির্জা ফখরুল

আসন্ন জাতীয় নির্বাচনকে ঘিরে দেশে দুটি শক্তি স্পষ্টভাবে উপস্থিত বলে মন্তব্য করেছেন বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর। তিনি বলেন, একটি শক্তি বাংলাদেশের পক্ষের শক্তি, অন্যটি পশ্চাৎপদ শক্তি।

রোববার রাজধানীর ডিপ্লোমা ইঞ্জিনিয়ার্স ইনস্টিটিউশন মিলনায়তনে শহীদ বুদ্ধিজীবী দিবস উপলক্ষে আয়োজিত এক আলোচনা সভায় এসব কথা বলেন মির্জা ফখরুল। সভার আয়োজন করে মুক্তিযোদ্ধা দল। বিএনপি মহাসচিব বলেন, আসন্ন নির্বাচনকে সামনে রেখে একটি শক্তি উদার গণতন্ত্রের পক্ষে অবস্থান নিয়েছে। ‘যে শক্তি সত্যিকার অর্থে গণতন্ত্র প্রতিষ্ঠা করতে চায়। মতের ভিন্নতা থাকলেও মত প্রকাশের স্বাধীনতা রক্ষা করাই প্রকৃত গণতন্ত্র।’

তিনি বলেন, অপর শক্তিটি পশ্চাৎপদ, যারা ধর্মের নামে মানুষকে বিভ্রান্ত করে। অতীতের প্রসঙ্গ টেনে মির্জা ফখরুল বলেন, ১৯৭১ সালেও ধর্মের নামে মানুষকে বিভ্রান্ত করার চেষ্টা হয়েছিল। এমনকি ১৯৪৭ সালে আত্মনিয়ন্ত্রণের অধিকারের আন্দোলনের বিরোধিতাও করেছিল এই শক্তি। স্বাধীনতার বিরোধিতাকারীরা আজ নতুন রূপে সামনে আসছে, কিন্তু যারা বাংলাদেশের জন্ম ও স্বাধীনতাকে অস্বীকার করেছে, তাদের বিশ্বাস করার কোনো কারণ নেই।

শহীদ বুদ্ধিজীবীদের প্রসঙ্গ তুলে তিনি বলেন, ১৯৭১ সালের ১৪ ডিসেম্বর জাতির শ্রেষ্ঠ সন্তানদের হত্যা করা হয়েছিল। ‘তারা আমাদের ভবিষ্যৎকে হত্যা করেছিল। এ ইতিহাস ভুলে যাওয়ার সুযোগ নেই।’ মির্জা ফখরুল বলেন, বাংলাদেশের মানুষ বারবার স্বাধীনতা, অধিকার ও অস্তিত্ব রক্ষার জন্য সংগ্রাম করেছে। সত্য ও ন্যায়ের পথে থেকে সংগ্রাম করলেই সাফল্য আসে।

আসন্ন নির্বাচনে জনগণ সঠিক সিদ্ধান্ত নেবে—এমন আশাবাদ জানিয়ে তিনি বলেন, শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমান, সাবেক প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়া এবং বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের দেখানো পথেই মানুষ রায় দেবে।

বিএনপি মহাসচিব আরও বলেন, বেগম খালেদা জিয়া বর্তমানে হাসপাতালে চিকিৎসাধীন। অন্যদিকে দলের জন্য আশার আলো হিসেবে ২৫ তারিখে তারেক রহমান দেশে আসবেন। ওই দিন তাকে অতীতের সব রেকর্ড ছাড়িয়ে একটি গণসংবর্ধনা দেওয়ার আহ্বান জানান তিনি।


আরএস

Tags:
বিএনপি মহাসচিব

০ মন্তব্য


No comments yet. Be the first to comment!