জাতীয় রাজনীতিতে ধর্ম কিংবা মুক্তিযুদ্ধের নামে দেশকে বিভাজন করা যাবে না বলে মন্তব্য করেছেন জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) আহ্বায়ক মো. নাহিদ ইসলাম। তিনি বলেছেন, ‘মুক্তিযুদ্ধের নামে যেমন দেশকে বিভাজন করা যাবে না, তেমনি ইসলামের নামেও দেশকে বিভাজন করা যাবে না। মুক্তিযুদ্ধ আমার, জুলাইও আমার।’
আজ মঙ্গলবার (১৬ ডিসেম্বর) সন্ধ্যায় আগ্রাসনবিরোধী যাত্রা শেষে শাহবাগে আয়োজিত এক সমাবেশে এসব কথা বলেন নাহিদ ইসলাম। তিনি বলেন, বাংলাদেশের স্বাধীনতার ৫৪ বছর পেরিয়ে গেলেও মুক্তিযুদ্ধের প্রশ্নে এখনো জাতি একটি সুস্পষ্ট ও সর্বজনগ্রাহ্য সুরাহায় পৌঁছাতে পারেনি। তাঁর মতে, মুক্তিযুদ্ধ বাংলাদেশ রাষ্ট্রের অন্যতম ভিত্তি হলেও সেটিকে রাজনৈতিকভাবে ব্যবহার করে দেশকে বিভক্ত করা হয়েছে।
নাহিদ ইসলাম বলেন, আওয়ামী লীগ দীর্ঘদিন মুজিববাদী রাজনীতির মাধ্যমে বাংলাদেশকে বিভাজিত করে রেখেছিল। পাশাপাশি পার্শ্ববর্তী একটি দেশ বাংলাদেশকে তাবেদার রাষ্ট্রে পরিণত করার চেষ্টা করেছে বলে তিনি অভিযোগ করেন। তিনি বলেন, ‘৫ আগস্টের পর আমরা আওয়ামী লীগের বয়ান থেকে মুক্তিযুদ্ধের আকাঙ্ক্ষা বের করে এনে নতুন একটি বয়ান প্রতিষ্ঠা করেছি।’
ইনকিলাব মঞ্চের মুখপাত্র শরীফ ওসমান হাদির ওপর হামলার প্রসঙ্গ টেনে এনসিপির আহ্বায়ক বলেন, এই ঘটনার পর বিষয়টিকে আর সহজভাবে দেখার সুযোগ নেই। তিনি বলেন, নিজেদের নিরাপত্তা নিজেদেরই নিশ্চিত করতে হবে। ‘জনগণ ছাড়া আমাদের আর কোনো নিরাপত্তা বাহিনী নেই,’ বলেন তিনি।
পুলিশের ভূমিকা নিয়ে প্রশ্ন তুলে নাহিদ ইসলাম বলেন, পুলিশ বাহিনী যদি ব্যর্থ হয়, তাহলে জনগণ পাল্টা প্রতিরোধ গড়ে তুলবে। তবে তিনি একই সঙ্গে বলেন, তাঁদের লক্ষ্য সহিংসতা নয়, বরং জনগণের শক্তির মাধ্যমে গণতান্ত্রিক অধিকার আদায়। নির্বাচন প্রসঙ্গে নাহিদ ইসলাম বলেন, দেশে সুষ্ঠু নির্বাচন বাধাগ্রস্ত করার চেষ্টা চলছে। তাঁদের দল গণতান্ত্রিক উত্তরণের পক্ষে এবং একটি গ্রহণযোগ্য ও অবাধ নির্বাচনের মাধ্যমেই সেই উত্তরণ সম্ভব বলে তিনি মন্তব্য করেন।
আরএস
No comments yet. Be the first to comment!