রাজনীতি

শর্টকাট দিয়ে টেকসই গণতন্ত্র পাওয়া যায় না: তাসনিম জারা

আপডেট: ডিসে ১৬, ২০২৫ : ০২:৫৮ পিএম ১০
শর্টকাট দিয়ে টেকসই গণতন্ত্র পাওয়া যায় না: তাসনিম জারা

জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) জ্যেষ্ঠ যুগ্ম সদস্যসচিব ডা. তাসনিম জারা বলেছেন, রুল অব ল, ডিউ প্রসেস ও গণতান্ত্রিক উত্তরণের বাইরে মুক্তির কোনো বিকল্প পথ নেই। শর্টকাট পদ্ধতিতে কখনোই টেকসই গণতন্ত্র প্রতিষ্ঠা করা যায় না। এ জন্য দীর্ঘদিন ধৈর্যের সঙ্গে লেগে থাকতে হবে।

আজ মঙ্গলবার (১৬ ডিসেম্বর) সকালে নিজের ফেসবুক পোস্টে এসব কথা বলেন তিনি। ডা. তাসনিম জারা বলেন, গণতন্ত্র নিশ্চিত করতে কার্যকর প্রতিষ্ঠান অপরিহার্য। এর মধ্যে রয়েছে সংসদ, স্বাধীন গণমাধ্যম, নির্বাচন কমিশন এবং বিচার বিভাগ। কিন্তু রাজনীতিবিদরা যদি এসব প্রতিষ্ঠানকে যথাযথ সম্মান না দেন, তাহলে সেগুলো গড়ে ওঠা সম্ভব নয়। তবে সম্মান দেখানো মানে তাদের যেকোনো আচরণ বা বক্তব্য নির্বিচারে মেনে নেওয়া নয়। বরং জবাবদিহির মধ্যে এনে ধীরে ধীরে প্রতিষ্ঠানগুলোকে শক্তিশালী করতে হবে।

ফেসবুক পোস্টে তিনি কয়েকটি উদাহরণ তুলে ধরেন। প্রথমত, কেউ অপরাধ করলে তাকে ডিউ প্রসেসের মাধ্যমে মোকাবিলা করতে হবে। আদালত যদি রাজনৈতিক প্রভাবের কারণে কাজ করে বা অস্বাভাবিকভাবে জামিন দেয়, তাহলে প্রমাণসহ সে বিষয়ে প্রশ্ন তুলতে হবে। নির্দিষ্ট কোনো দলের ক্ষেত্রে বিচারিক আচরণে অস্বাভাবিকতার কোনো ধারা আছে কি না, সেটিও তথ্যভিত্তিকভাবে বিশ্লেষণ করা প্রয়োজন বলে উল্লেখ করেন তিনি।

দ্বিতীয়ত, প্রতিষ্ঠান হিসেবে নির্বাচন কমিশনকে সম্মান দেখানোর ওপর গুরুত্ব দেন তাসনিম জারা। তিনি বলেন, রাজনীতিবিদরা যদি নির্বাচন কমিশনকে স্বাধীনভাবে কাজ করতে না দেন, তাহলে কমিশন কখনোই কার্যকর ও স্বাধীন হতে পারবে না। তবে কমিশনকে সম্মান করা মানে তাদের প্রশ্নের ঊর্ধ্বে রাখা নয়। আইনশৃঙ্খলা পরিস্থিতির অবনতি বা প্রার্থীকে গুলি করার ঘটনাকে স্বাভাবিক কিংবা বিচ্ছিন্ন ঘটনা হিসেবে দেখানো হলে, তার বিরুদ্ধেও আওয়াজ তুলতে হবে। এমন নির্লিপ্ত অবস্থানে ভালো নির্বাচন আয়োজন সম্ভব নয় বলেও মন্তব্য করেন তিনি।

তৃতীয়ত, গণতন্ত্র টিকিয়ে রাখতে স্বাধীন গণমাধ্যমের প্রয়োজনীয়তার কথা তুলে ধরে ডা. তাসনিম জারা বলেন, মিডিয়ার স্বাধীনতায় হস্তক্ষেপ করা যাবে না বা মিডিয়া হাউস বন্ধ করা চলবে না। তবে গণমাধ্যম যদি ভুল তথ্য ছড়ায় বা ফ্যাসিস্ট বয়ান প্রতিষ্ঠার চেষ্টা করে, সেটির মোকাবিলা করতে হবে তথ্য ও সত্যের মাধ্যমে। ফ্যাক্ট–চেকিং, গবেষণা ও বস্তুনিষ্ঠ বিশ্লেষণের মাধ্যমে ভুল তথ্য ও পক্ষপাতদুষ্ট প্রতিবেদনের জবাব দেওয়াই গণতান্ত্রিক পথ।

তিনি আরও বলেন, এসব প্রতিষ্ঠান রাতারাতি ঠিক হয়ে যাবে না। তবে আবেগের বশবর্তী না হয়ে যদি প্রমাণের ভিত্তিতে নিয়মিত ভুলগুলো তুলে ধরা যায় এবং সঠিক পথ নির্দেশ করা হয়, তাহলে একটি কার্যকর ও টেকসই গণতান্ত্রিক রাষ্ট্র গড়ে তোলার সম্ভাবনা বাড়বে।

 

আরএস

Tags:
জাতীয় নাগরিক পার্টি তাসনিম জারা

০ মন্তব্য


No comments yet. Be the first to comment!