আগামী ২৫ ডিসেম্বর দেশে ফিরছেন বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান। এ উপলক্ষে লন্ডনের বিমানবন্দরে বিদায় জানাতে গিয়ে কোনো ধরনের ভিড় বা হট্টগোল সৃষ্টি না করার জন্য যুক্তরাজ্য বিএনপির নেতাকর্মীদের প্রতি অনুরোধ জানিয়েছেন তিনি।
মঙ্গলবার (১৬ ডিসেম্বর) স্থানীয় সময় লন্ডনে যুক্তরাজ্য বিএনপি আয়োজিত বিজয় দিবস উপলক্ষে এক আলোচনা সভায় বক্তব্য দিতে গিয়ে এ অনুরোধ জানান তারেক রহমান। বক্তব্যে তিনি বলেন, ১৬ ডিসেম্বর আমাদের বিজয় দিবস। একই সঙ্গে দীর্ঘদিন পর দেশে ফেরার প্রেক্ষাপটও এই অনুষ্ঠানের সঙ্গে যুক্ত। প্রায় ১৭ থেকে ১৮ বছর যুক্তরাজ্যে অবস্থানকালে তিনি নেতাকর্মীদের সঙ্গে সময় কাটানোর কথাও স্মরণ করেন।
তারেক রহমান বলেন, আগামী ২৫ ডিসেম্বর ইনশাআল্লাহ তিনি দেশে ফিরবেন। তবে সে সময় লন্ডনের বিমানবন্দরে কেউ যেন উপস্থিত না হন, সে বিষয়ে তিনি বিশেষভাবে অনুরোধ জানান। তাঁর ভাষায়, বিমানবন্দরে উপস্থিত হলে সেখানে হট্টগোল সৃষ্টি হতে পারে এবং এতে বাংলাদেশের পাশাপাশি দলের ভাবমূর্তি ক্ষুণ্ন হওয়ার আশঙ্কা রয়েছে।
তিনি বলেন, “এয়ারপোর্টে গেলে একটি হট্টগোল তৈরি হবে। মানুষ জানবে যে সবাই বাংলাদেশি। এতে করে দেশের সুনাম নষ্ট হবে, দলের সুনাম নষ্ট হবে।”
নেতাকর্মীদের উদ্দেশে তারেক রহমান আরও বলেন, যারা তাঁর এই অনুরোধ মানবেন এবং সেদিন বিমানবন্দরে যাবেন না, তিনি ধরে নেবেন তারা দল ও দেশের স্বার্থে সম্মান ও মর্যাদার বিষয়টি গুরুত্ব দিয়েছেন। আর অনুরোধ উপেক্ষা করে যারা সেখানে যাবেন, তিনি মনে করবেন তারা ব্যক্তিগত স্বার্থে উপস্থিত হয়েছেন। বক্তব্যের শেষভাগে তিনি সবাইকে শান্ত ও শৃঙ্খল আচরণ বজায় রাখার আহ্বান জানান এবং দেশের স্বার্থকে সর্বাগ্রে রাখার কথা বলেন।
আরএস
No comments yet. Be the first to comment!