রাজনীতি

যুক্তরাজ্য সফরে জামায়াতের আমির ডা. শফিকুর রহমান

আপডেট: ডিসে ১৮, ২০২৫ : ০৫:৫৮ এএম ১১
যুক্তরাজ্য সফরে জামায়াতের আমির ডা. শফিকুর রহমান

যুক্তরাজ্যের উদ্দেশে ঢাকা ত্যাগ করেছেন বাংলাদেশ জামায়াতে ইসলামীর আমির ডা. শফিকুর রহমান। গতকাল বুধবার (১৭ ডিসেম্বর) সকালে বিমান বাংলাদেশ এয়ারলাইনসের একটি ফ্লাইটে তিনি হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দর থেকে লন্ডনের পথে রওনা হন।

জামায়াতে ইসলামীর পক্ষ থেকে জানানো হয়েছে, যুক্তরাজ্য সরকারের একটি প্রতিনিধিদলের সঙ্গে পূর্বনির্ধারিত বৈঠক ও কর্মসূচিতে অংশ নিতেই ডা. শফিকুর রহমানের এই সফর। দলের সহকারী সেক্রেটারি জেনারেল ও মিডিয়া বিভাগের প্রধান এহসানুল মাহবুব জুবায়ের জানান, ব্রিটিশ সরকারের সঙ্গে নির্ধারিত বৈঠকের কারণেই বুধবার সকালে লন্ডনের উদ্দেশে যাত্রা করেছেন জামায়াতের আমির।

লন্ডনে কর্মসূচি শেষে ডা. শফিকুর রহমান সৌদি আরবে যাবেন। সেখানে তিনি পবিত্র ওমরাহ পালন করবেন। সবকিছু স্বাভাবিক থাকলে আগামী ২১ ডিসেম্বর তাঁর দেশে ফেরার কথা রয়েছে।

 

আরএস

Tags:
শফিকুর রহমান জামায়াতের আমির

০ মন্তব্য


No comments yet. Be the first to comment!