রাজনীতি

খালেদা জিয়া–তারেক রহমানের নিরাপত্তা টিমের প্রধান শামছুল ইসলাম

আপডেট: ডিসে ১৮, ২০২৫ : ০৬:০০ এএম
খালেদা জিয়া–তারেক রহমানের নিরাপত্তা টিমের প্রধান শামছুল ইসলাম

বিএনপির চেয়ারপারসন ও সাবেক প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়া এবং দলের ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের সার্বিক নিরাপত্তা নিশ্চিত করতে প্রধান নিরাপত্তা কর্মকর্তার দায়িত্ব পেয়েছেন ব্রিগেডিয়ার জেনারেল (অব.) ড. এ কে এম শামছুল ইসলাম।

বুধবার (১৭ ডিসেম্বর) বিএনপির সিনিয়র যুগ্ম মহাসচিব রুহুল কবীর রিজভীর পাঠানো এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়।

বিজ্ঞপ্তিতে বলা হয়, বেগম খালেদা জিয়া ও তারেক রহমানের নিরাপত্তা ব্যবস্থা আরও সুসংহত ও কার্যকর করতে দলের পক্ষ থেকে গুরুত্বপূর্ণ সিদ্ধান্ত নেওয়া হয়েছে। এর অংশ হিসেবে ব্রিগেডিয়ার জেনারেল (অব.) ড. এ কে এম শামছুল ইসলামকে প্রধান নিরাপত্তা কর্মকর্তা হিসেবে দায়িত্ব দেওয়া হয়েছে।

দলীয় সূত্র জানায়, নতুন এই দায়িত্বের মাধ্যমে খালেদা জিয়া ও তারেক রহমানের সার্বিক নিরাপত্তা ব্যবস্থাপনায় সমন্বয় ও তদারকি আরও জোরদার করা হবে।


আরএস

০ মন্তব্য


No comments yet. Be the first to comment!