রাজনীতি

ওসমান হাদি ছিলেন সাহসী জুলাই যোদ্ধা ও প্রকৃত দেশপ্রেমিক: শফিকুর রহমান

আপডেট: ডিসে ১৯, ২০২৫ : ০৪:৪৫ এএম
ওসমান হাদি ছিলেন সাহসী জুলাই যোদ্ধা ও প্রকৃত দেশপ্রেমিক: শফিকুর রহমান

ইনকিলাব মঞ্চের মুখপাত্র ও জুলাই আন্দোলনের সংগঠক শরিফ ওসমান হাদীর শাহাদাতে গভীর শোক প্রকাশ করেছেন জামায়াতে ইসলামীর আমির ডা. শফিকুর রহমান। বৃহস্পতিবার (১৮ ডিসেম্বর) রাতে দেওয়া এক শোকবার্তায় তিনি এই শোক প্রকাশ করেন।

শোকবার্তায় ডা. শফিকুর রহমান বলেন, শরিফ ওসমান হাদি ছিলেন একজন সাহসী জুলাই যোদ্ধা ও প্রকৃত দেশপ্রেমিক। অন্যায় ও অবিচারের কাছে তিনি কখনো মাথা নত করেননি। আধিপত্যবাদী শক্তির বিরুদ্ধে তার কণ্ঠ ছিল সব সময় সোচ্চার ও দৃঢ়।

তিনি বলেন, কোনো লোভ-লালসা শরিফ ওসমান হাদীকে স্পর্শ করতে পারেনি। তিনি ছিলেন আপসহীন একজন আদর্শবাদী যোদ্ধা, যিনি ন্যায় ও সত্যের পথে অবিচল ছিলেন।

ওসমান হাদির অবদানের কথা স্মরণ করে জামায়াতে ইসলামীর আমির বলেন, তিনি একটি মানবিক ও ন্যায়ভিত্তিক নতুন বাংলাদেশ গড়ার স্বপ্ন দেখতেন। ন্যায়, ইনসাফ ও সত্যভিত্তিক সমাজ প্রতিষ্ঠার আন্দোলনে তার ভূমিকা ছিল গুরুত্বপূর্ণ। তার শাহাদাতে জাতি একজন নির্ভীক কণ্ঠস্বর ও আদর্শবান সংগ্রামীকে হারিয়েছে, যার শূন্যতা সহজে পূরণ হওয়ার নয়।

শফিকুর রহমান আরও বলেন, শরিফ ওসমান হাদীর বলিষ্ঠ কণ্ঠস্বর ও আদর্শ নতুন প্রজন্মকে ধারণ করতে হবে। দল-মত নির্বিশেষে তার স্বপ্ন বাস্তবায়নে সবাইকে ঐক্যবদ্ধভাবে এগিয়ে আসার আহ্বান জানান তিনি। শোকবার্তার শেষাংশে তিনি মরহুমের রুহের মাগফিরাত ও শাহাদাত কবুলিয়াত কামনা করেন। একই সঙ্গে মরহুমের স্ত্রী, শিশু সন্তান, শোকসন্তপ্ত পরিবার, সহযোদ্ধা ও শুভানুধ্যায়ীদের প্রতি গভীর সমবেদনা জানান এবং তাদের শোক সহ্য করার শক্তি দানের জন্য মহান আল্লাহর কাছে প্রার্থনা করেন।


আরএস

Tags:
শফিকুর রহমান

০ মন্তব্য


No comments yet. Be the first to comment!