রাজনীতি

হাদির আসনে প্রার্থী হচ্ছেন মডেল মেঘনা আলম

আপডেট: ডিসে ১৯, ২০২৫ : ০৪:৩৪ পিএম
হাদির আসনে প্রার্থী হচ্ছেন মডেল মেঘনা আলম

ইনকিলাব মঞ্চের আহ্বায়ক ওসমান হাদির আসনে প্রার্থী হওয়ার ঘোষণা দিয়েছেন আলোচিত মডেল মেঘনা আলম। আসন্ন ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে তিনি ঢাকা-৮ আসন থেকে প্রতিদ্বন্দ্বিতা করবেন।

গত মঙ্গলবার নিজের অফিশিয়াল ফেসবুক পেজে দেওয়া এক পোস্টে এ তথ্য জানান মেঘনা আলম। একই পোস্টে সংসদ সদস্য নির্বাচিত হলে ঢাকা-৮ এলাকায় কী ধরনের উন্নয়নমূলক কাজ করতে চান, সে সম্পর্কেও ধারণা তুলে ধরেন তিনি। ফেসবুক পোস্টে মেঘনা আলম বলেন, তার লক্ষ্য ঢাকা-৮ আসনকে দেশের মধ্যে নারীদের জন্য সবচেয়ে নিরাপদ এলাকা হিসেবে গড়ে তোলা। তিনি উল্লেখ করেন, আন্তর্জাতিক মানে একটি অঞ্চলকে উন্নত করতে হলে প্রয়োজন বৈশ্বিক চিন্তাধারাসম্পন্ন ও আধুনিক নেতৃত্ব। এ ক্ষেত্রে তিনি নিজেকে বাস্তবসম্মত পরিবর্তনের প্রতিনিধি হিসেবে তুলে ধরেন।

পোস্টে আরও বলা হয়, নারীদের নিরাপত্তা নিশ্চিত করতে ঢাকা-৮ এলাকায় আধুনিক ও কার্যকর বিশেষ সিসিটিভি ব্যবস্থা চালু করা হবে। এতে পথ চলাচলের সময় স্ট্রিট হ্যারাসমেন্ট বা অনাকাঙ্ক্ষিত আচরণ প্রতিরোধ করা সম্ভব হবে বলে তিনি আশা প্রকাশ করেন। পাশাপাশি একটি বিশেষ ট্রাফিক ব্যবস্থাপনা কাঠামো গড়ে তোলার পরিকল্পনার কথাও জানান মেঘনা আলম, যাতে নিরাপদে হাঁটা ও সাইকেল ব্যবহারের সুযোগ তৈরি হয়।

জনস্বার্থে স্বল্প ব্যয়ে পাবলিক ওয়াশরুম ব্যবস্থা চালুর কথাও উল্লেখ করেন তিনি। এসব ওয়াশরুমে গোসল, ব্রেস্টফিডিং, শিশুর ডায়াপার পরিবর্তনসহ প্রয়োজনীয় সুবিধা থাকবে। এ ছাড়া কমিউনিটি লন্ড্রি সিস্টেম চালুর পরিকল্পনার কথাও জানান তিনি, যাতে বস্তিবাসীসহ সাধারণ পথচারী ও পার্কে আসা মানুষ পরিচ্ছন্ন থাকার সুযোগ পান।

মেঘনা আলম আরও বলেন, সংসদ সদস্য হলে ঢাকা-৮ এলাকার মানুষের পুষ্টিচাহিদা নিশ্চিত করা, পরিচ্ছন্ন জীবনযাপন এবং সামাজিক ও আইনগত সচেতনতা বৃদ্ধিকে সর্বোচ্চ অগ্রাধিকার দেওয়া হবে। তবে কোন রাজনৈতিক দল থেকে তিনি নির্বাচন করবেন, সে বিষয়ে এখনো কিছু জানাননি মেঘনা আলম। তিনি স্বতন্ত্র প্রার্থী হিসেবে প্রতিদ্বন্দ্বিতা করবেন কি না, সে বিষয়েও কোনো স্পষ্ট বক্তব্য আসেনি। বিষয়টি নিয়ে শিগগিরই বিস্তারিত জানানো হবে বলে আশা করা হচ্ছে।


আরএস

Tags:
মেঘনা আলম

০ মন্তব্য


No comments yet. Be the first to comment!