বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের স্বদেশ প্রত্যাবর্তন মানেই দেশে গণতন্ত্রের প্রত্যাবর্তন—এমন মন্তব্য করেছেন দলটির স্থায়ী কমিটির সদস্য মির্জা আব্বাস। তিনি বলেন, দেশের জনগণ আজ তারেক রহমানকে স্বাগত জানাতে প্রস্তুত।
আজ শনিবার রাজধানীর গোপীবাগে সাদেক হোসেন খোকা কমিউনিটি সেন্টারে তারেক রহমানের স্বদেশ প্রত্যাবর্তন উপলক্ষে আয়োজিত এক প্রস্তুতি সভায় এসব কথা বলেন মির্জা আব্বাস। তিনি বলেন, যারা দেশকে ভালোবাসে না এবং দেশের মঙ্গল চায় না, তারা মানুষরূপী শয়তান। এরা ১৯৪৭ সালে পাকিস্তানের বিরোধিতা করেছে, ১৯৭১ সালে বাংলাদেশের বিরোধিতা করেছে। তারা দেশের শান্তি চায় না। কিছুদিন চুপ থাকলেও তাদের নখ ও বিষদাঁত আবার বিকশিত হচ্ছে। তাদের কার্যক্রম ধারাবাহিকভাবে চলমান।
মির্জা আব্বাস বলেন, গণতন্ত্রের সামনে অগণতান্ত্রিক শক্তি টিকে থাকতে পারে না। যারা ষড়যন্ত্র করছেন, তাদের সাবধান হয়ে যাওয়ার আহ্বান জানান তিনি। সম্প্রতি কয়েকটি গণমাধ্যমে হামলা ও অগ্নিসংযোগের প্রসঙ্গ টেনে তিনি বলেন, এসব কর্মকাণ্ড যারা করছে, তারা জাতির শত্রু। তাদের প্রতিহত করতে হবে।
তিনি আরও বলেন, সরকারকে সহযোগিতার কথা জানিয়ে বিএনপি একাধিকবার যোগাযোগ করেছে। কিন্তু সরকার বিএনপির সহযোগিতা নেওয়ার পরিবর্তে দেশবিরোধী শক্তির সঙ্গে চলেছে। যখন দেশে অগ্নিসন্ত্রাস ও মব সহিংসতা চলছে, তখন আইনশৃঙ্খলা বাহিনীর ভূমিকা কোথায়—সে প্রশ্নও তোলেন তিনি। একই সঙ্গে এসব ঘটনায় বিএনপিকে দায়ী করার অপচেষ্টার অভিযোগ করেন।
বিএনপির এই নেতা বলেন, বহুদলীয় গণতন্ত্রের সুযোগে একটি মহল গণতন্ত্রের নামে মব সৃষ্টি করে জনজীবন দুর্বিষহ করে তুলছে। অবিলম্বে মব সন্ত্রাসীদের বিরুদ্ধে ব্যবস্থা নেওয়ার জন্য সরকারের প্রতি আহ্বান জানান তিনি। মির্জা আব্বাস বলেন, বিএনপি গণতন্ত্রের রক্ষক, ভক্ষক নয়। দলটি হত্যা, গুম কিংবা মব রাজনীতিতে বিশ্বাস করে না। তবে এর অর্থ এই নয় যে বিএনপি হাত গুটিয়ে বসে থাকবে। মানুষের অধিকার রক্ত দিয়ে অর্জিত হয়েছে, সেই অধিকার ছিনিয়ে নেওয়ার চেষ্টা করা হলে বিএনপি জনগণের পাশে দাঁড়াবে। প্রয়োজনে দেশকে অস্থিতিশীল করার অপচেষ্টা প্রতিহত করা হবে বলেও মন্তব্য করেন তিনি।
ঢাকা মহানগর দক্ষিণ বিএনপির সদস্যসচিব তানভীর আহমেদ রবিনের সভাপতিত্বে সভায় আরও বক্তব্য দেন ঢাকা-১০ আসনের বিএনপি মনোনীত প্রার্থী শেখ রবিউল আলম, ঢাকা-৬ আসনের মনোনীত প্রার্থী ইশরাক হোসেন, ঢাকা-৭ আসনের মনোনীত প্রার্থী হামিদুর রহমান হামিদ, ঢাকা-৯ আসনের মনোনীত প্রার্থী হাবিবুর রশিদ হাবিব, ঢাকা-৫ আসনের মনোনীত প্রার্থী নবী উল্লাহ নবীসহ মহানগর দক্ষিণ বিএনপির বিভিন্ন পর্যায়ের নেতারা।
আরএস
No comments yet. Be the first to comment!