দেশের বিভিন্ন স্থানে আগুনে পুড়িয়ে হত্যা ও সহিংস ঘটনার সুষ্ঠু তদন্ত এবং দোষীদের দৃশ্যমান শাস্তি নিশ্চিত করার দাবি জানিয়েছেন বিএনপির সিনিয়র যুগ্ম মহাসচিব রুহুল কবির রিজভী। তিনি বলেন, একের পর এক চোরাগুপ্ত হামলার ঘটনায় মানুষের মধ্যে আতঙ্ক তৈরি হচ্ছে। এ ধরনের পরিস্থিতি রাষ্ট্রের জন্য উদ্বেগজনক।
আজ রোববার (২১ ডিসেম্বর) বিকেলে জাতীয় বার্ন অ্যান্ড প্লাস্টিক সার্জারি ইনস্টিটিউটে লক্ষ্মীপুরে আগুনে পুড়িয়ে আহত এক রোগীকে দেখতে গিয়ে সাংবাদিকদের সঙ্গে আলাপকালে এসব কথা বলেন রুহুল কবির রিজভী।
ওসমান হাদিসহ বিভিন্ন ব্যক্তির ওপর চোরাগুপ্ত হামলার ঘটনা সারা দেশে ঘটছে উল্লেখ করে রিজভী বলেন, এসব ঘটনার দৃষ্টান্তমূলক বিচার দেশের মানুষ দেখতে চায়। প্রকৃত অপরাধীদের শনাক্ত করে শাস্তির আওতায় আনার দায়িত্ব সরকারের। তদন্তে কোনো ঘাটতি থাকলে তা জনগণের মধ্যে নানা প্রশ্ন ও আতঙ্কের জন্ম দেবে।
দেশে বড় ধরনের কোনো চক্রান্ত চলছে কি না—এ নিয়ে মানুষের মনে প্রশ্ন তৈরি হয়েছে বলেও মন্তব্য করেন বিএনপির এই নেতা। তিনি বলেন, এই চক্রান্ত নির্বাচনকে ঘিরে হতে পারে কিংবা পরিকল্পিতভাবে দেশকে অস্থিতিশীল করার চেষ্টা হতে পারে। এমনকি কোনো বিদেশি শক্তি বা তাদের দেশীয় অনুসারীরা এর সঙ্গে জড়িত কি না, তা নিয়েও জনমনে উদ্বেগ রয়েছে।
সরকারের ভূমিকা প্রসঙ্গে রুহুল কবির রিজভী বলেন, বর্তমান সরকার জনগণের সমর্থিত সরকার। গণতান্ত্রিক আন্দোলনের ফসল হিসেবে এই সরকারের দায়িত্ব হচ্ছে পরিস্থিতির গুরুত্ব অনুধাবন করে দুষ্কৃতিকারীদের শক্ত হাতে দমন করা। দেশের মানুষ সেটাই প্রত্যাশা করে।
এ সময় বিএনপির যুগ্ম মহাসচিব শহীদ উদ্দিন চৌধুরী এ্যানী, দলের স্বাস্থ্যবিষয়ক সম্পাদক ডা. রফিকুল ইসলামসহ অন্যান্য নেতারা উপস্থিত ছিলেন।
আরএস
No comments yet. Be the first to comment!