রাজনীতি

দ্বিতীয় ধাপের মনোনয়ন তালিকা প্রকাশ করতে যাচ্ছে এনসিপি

আপডেট: ডিসে ২২, ২০২৫ : ০৫:১৩ এএম
দ্বিতীয় ধাপের মনোনয়ন তালিকা প্রকাশ করতে যাচ্ছে এনসিপি

ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনের প্রস্তুতি হিসেবে জাতীয় নাগরিক পার্টি (এনসিপি) দ্বিতীয় ধাপে মনোনীত প্রার্থীদের তালিকা প্রকাশ করতে যাচ্ছে। দলটির একাধিক সূত্র জানায়, শিগগিরই নতুন তালিকা প্রকাশ করা হবে। তবে কতজনকে মনোনয়ন দেওয়া হবে তা এখনও চূড়ান্ত হয়নি।

দলীয় সূত্র বলেছে, আগামীকাল (মঙ্গলবার) কিছু নতুন আসনে মনোনয়ন ঘোষণা করা হতে পারে। প্রথম ধাপে যেসব আসনে মনোনয়ন চূড়ান্ত করা সম্ভব হয়নি, সেসব আসন এবার তালিকাভুক্ত হবে। এনসিপি, এবি পার্টি ও রাষ্ট্র সংস্কার আন্দোলনের সমন্বয়ে গঠিত ‘গণতান্ত্রিক সংস্কার জোট’ গত ৭ ডিসেম্বর আত্মপ্রকাশ করে। জোটের মাধ্যমে আসন সমঝোতা করে মনোনয়ন প্রক্রিয়া এগোচ্ছে।

রোববার (২১ ডিসেম্বর) রাতে এনসিপির যুগ্ম সদস্য সচিব ও খুলনা বিভাগীয় সাংগঠনিক সম্পাদক ফরিদুল হক জানান, “মনোনয়ন তালিকা প্রায় চূড়ান্ত হয়েছে। দু-এক দিনের মধ্যে দ্বিতীয় ধাপের তালিকা প্রকাশ করা হবে।” এর আগে, গত ১০ ডিসেম্বর দলটি ১২৫ আসনের মনোনয়ন তালিকা প্রকাশ করেছিল।

 

আরএস

Tags:
এনসিপি জাতীয় নাগরিক পার্টি

০ মন্তব্য


No comments yet. Be the first to comment!