আসন্ন ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে ঢাকা-১০ আসনে (ধানমন্ডি, কলাবাগান, নিউমার্কেট ও হাজারীবাগ) স্বতন্ত্র প্রার্থী হিসেবে নির্বাচনে অংশ নিতে মনোনয়ন ফরম সংগ্রহ করেছেন আসিফ মাহমুদ সজীব ভুঁইয়া।
আজ সোমবার বেলা ১১টা ৪০ মিনিটে তিনি ধানমন্ডি থানা নির্বাচন অফিস থেকে মনোনয়ন ফরম সংগ্রহ করেন। গত ১০ ডিসেম্বর প্রধান উপদেষ্টা ড. মুহাম্মদ ইউনূসের সঙ্গে বৈঠক করে আসিফ মাহমুদ ও মাহফুজ আলম অন্তর্বর্তী সরকারের উপদেষ্টা পদ থেকে পদত্যাগ করেন। তবে কোন দলে যোগ দেবেন তা এখনও স্পষ্ট হয়নি। তিনি জানিয়েছেন, এই নির্বাচনে তিনি স্বতন্ত্র প্রার্থী হিসেবে লড়বেন।
ঢাকা-১০ আসনে বিএনপি মনোনয়ন দিয়েছেন দলের নির্বাহী কমিটির সদস্য শেখ রবিউল আলম, আর জামায়াতের প্রার্থী হয়েছেন জসীম উদ্দিন সরকার, জামায়াতের কেন্দ্রীয় কর্মপরিষদের সদস্য। এনসিপি এখন পর্যন্ত এই আসনে প্রার্থী ঘোষণা করেনি।
আরএস
No comments yet. Be the first to comment!