রাজনীতি

শুধু সচেতন হলেই চলবে না, অপশক্তির বিরুদ্ধে রুখে দাঁড়াতে হবে: মির্জা ফখরুল

আপডেট: ডিসে ২২, ২০২৫ : ০৭:১৪ এএম
শুধু সচেতন হলেই চলবে না, অপশক্তির বিরুদ্ধে রুখে দাঁড়াতে হবে: মির্জা ফখরুল

বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর বলেছেন, এখন কেবল সচেতন হলেই চলবে না, অপশক্তির বিরুদ্ধে সবাইকে রুখে দাঁড়াতে হবে। সংবাদপত্রে হামলা গণতন্ত্র ও জুলাই বিপ্লবের ওপর সরাসরি আঘাত বলেও মন্তব্য করেন তিনি।

আজ সোমবার (২২ ডিসেম্বর) রাজধানীর প্যান প্যাসিফিক সোনারগাঁও হোটেলে সম্পাদক পরিষদের আয়োজনে ‘মব ভায়োলেন্স’ বা সংঘবদ্ধ সহিংসতাবিরোধী এক প্রতিবাদ সভায় এসব কথা বলেন বিএনপি মহাসচিব। মির্জা ফখরুল বলেন, “আজ শুধু ডেইলি স্টার বা প্রথম আলোর ওপর নয়, আঘাত এসেছে গণতন্ত্রের ওপর। স্বাধীনভাবে চিন্তা করার অধিকার, কথা বলার অধিকার—সবকিছুর ওপর আবার আঘাত এসেছে।” তিনি বলেন, সারাজীবন তিনি একটি স্বাধীন ও সার্বভৌম গণতান্ত্রিক বাংলাদেশের জন্য সংগ্রাম করেছেন। কিন্তু আজ যে বাংলাদেশ দেখা যাচ্ছে, এমন বাংলাদেশের স্বপ্ন তিনি কখনো দেখেননি।

তিনি আরও বলেন, জুলাই বিপ্লব ছিল এ দেশের মানুষের অধিকার প্রতিষ্ঠার যুদ্ধ। আজ সেই জুলাই বিপ্লবের চেতনার ওপরও আঘাত এসেছে। এ পরিস্থিতিতে কোনো একক রাজনৈতিক দল নয়, সব গণতান্ত্রিককামী মানুষের এক হওয়ার সময় এসেছে।

বিএনপি মহাসচিব বলেন, “আমরা যারা অন্ধকার থেকে আলোতে যেতে চাই, বাংলাদেশকে সত্যিকার অর্থে একটি স্বাধীন-সার্বভৌম গণতান্ত্রিক রাষ্ট্র হিসেবে দেখতে চাই, তাদের এখন শুধু সচেতন হলে চলবে না—রুখে দাঁড়াতে হবে। এখন রুখে দাঁড়ানোর সময় এসে গেছে।”

 

আরএস

Tags:
মির্জা ফখরুল

০ মন্তব্য


No comments yet. Be the first to comment!