রাজনীতি

সাত ঘণ্টায় ১২ লাখ টাকার বেশি সহায়তা পেলেন তাসনিম জারা

আপডেট: ডিসে ২৩, ২০২৫ : ০৫:২৭ এএম
সাত ঘণ্টায় ১২ লাখ টাকার বেশি সহায়তা পেলেন তাসনিম জারা

ঢাকা–৯ আসনের সংসদ সদস্য প্রার্থী ও জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) সিনিয়র যুগ্ম সদস্যসচিব ডা. তাসনিম জারা জানিয়েছেন, নির্বাচনি তহবিল সংগ্রহের মাত্র সাত ঘণ্টায় তিনি ১২ লাখ টাকারও বেশি সহযোগিতা পেয়েছেন।

আজ মঙ্গলবার ভোরে নিজের ভেরিফায়েড ফেসবুক অ্যাকাউন্টে দেওয়া এক পোস্টে এ তথ্য জানান তিনি। পোস্টে ডা. তাসনিম জারা লেখেন, ‘মাত্র সাত ঘণ্টায় আপনারা ১২ লাখ টাকারও বেশি পাঠিয়েছেন। এতটা অভূতপূর্বভাবে আপনারা পাশে দাঁড়াবেন, তা আমাদের কল্পনার বাইরে ছিল। আপনাদের প্রতি আন্তরিক কৃতজ্ঞতা।’

তিনি জানান, তাঁর নির্বাচনি তহবিল সংগ্রহের মোট লক্ষ্যমাত্রা ৪৬ লাখ ৯৩ হাজার ৫৮০ টাকা। এর মধ্যে আরও ৩৪ লাখ টাকা সংগ্রহ সম্পন্ন হলেই তহবিল সংগ্রহ কার্যক্রম বন্ধ করা হবে।

ডা. তাসনিম জারা আরও লেখেন, রাত ২টার পর নির্ধারিত সীমা অতিক্রম হওয়ায় বিকাশের মাধ্যমে আর অর্থ পাঠানো যাচ্ছে না। আপাতত ব্যাংক অ্যাকাউন্টের মাধ্যমে অনুদান গ্রহণ করা হচ্ছে। এনসিপির এই নেতার তহবিল সংগ্রহে সাধারণ মানুষের দ্রুত সাড়া সামাজিক যোগাযোগমাধ্যমে আলোচনার জন্ম দিয়েছে।

আরএস

Tags:
তাসনিম জারা জাতীয় নাগরিক পার্টি

০ মন্তব্য


No comments yet. Be the first to comment!