রাজনীতি

তারেক রহমানের স্বদেশ প্রত্যাবর্তন গণতান্ত্রিক প্রক্রিয়া জোরদার করবে: জিএম কাদের

আপডেট: ডিসে ২৫, ২০২৫ : ০৫:৪৮ পিএম
তারেক রহমানের স্বদেশ প্রত্যাবর্তন গণতান্ত্রিক প্রক্রিয়া জোরদার করবে: জিএম কাদের

বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের স্বদেশ প্রত্যাবর্তনকে স্বাগত জানিয়েছেন জাতীয় পার্টির চেয়ারম্যান জিএম কাদের। তিনি মনে করেন, তারেক রহমানের দেশে ফেরা দেশের গণতান্ত্রিক প্রক্রিয়াকে আরও সংহত করবে এবং রাজনীতিতে শান্তিপূর্ণ সহাবস্থান নিশ্চিত করতে ইতিবাচক ভূমিকা রাখবে।

আজ বৃহস্পতিবার এক শুভেচ্ছা বার্তায় জিএম কাদের এসব কথা বলেন। শুভেচ্ছা বার্তায় তিনি বলেন, একটি কার্যকর গণতন্ত্র প্রতিষ্ঠার জন্য সব রাজনৈতিক দলের অংশগ্রহণ ও দায়িত্বশীল আচরণ গুরুত্বপূর্ণ। তারেক রহমানের আগমন সেই গণতান্ত্রিক ধারাকে এগিয়ে নিতে সহায়ক হবে বলে তিনি মন্তব্য করেন।

জিএম কাদের তার শুভেচ্ছা বার্তায় তারেক রহমানের দীর্ঘায়ু ও সুস্বাস্থ্য কামনা করেন।


আরএস

Tags:
জিএম কাদের

০ মন্তব্য


No comments yet. Be the first to comment!