দীর্ঘ ১৯ বছর পর বাবার কবরে দাঁড়িয়ে নীরবে শ্রদ্ধা জানালেন বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান। শুক্রবার বিকেলে রাজধানীর জিয়া উদ্যানে শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমানের মাজারে যান তিনি। জিয়ারত ও মোনাজাত শেষে বাবার কবরে কিছুক্ষণ নীরবে দাঁড়িয়ে থাকেন। এ সময় আবেগাপ্লুত হয়ে পড়েন তারেক রহমান; তাঁর চোখে জল দেখা যায়।
আজ শুক্রবার বিকেল ৪টা ৪০ মিনিটের দিকে তিনি মাজারে পৌঁছান। তাঁর সঙ্গে ছিলেন বিএনপির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর, দলের স্থায়ী কমিটির সদস্যসহ কেন্দ্রীয় নেতারা। বিএনপির মিডিয়া সেলের সদস্য শায়রুল কবির খান জানান, ২০০৬ সালের ১ সেপ্টেম্বর বিএনপির প্রতিষ্ঠাবার্ষিকীতে তৎকালীন সিনিয়র যুগ্ম মহাসচিব হিসেবে তারেক রহমান সর্বশেষ বাবার কবরে শ্রদ্ধা জানিয়েছিলেন। এরপর রাজনৈতিক পরিস্থিতির পরিবর্তন ও দীর্ঘ নির্বাসিত জীবনের কারণে আর আসা সম্ভব হয়নি।
এর আগের দিন বৃহস্পতিবার দীর্ঘ ১৭ বছরের নির্বাসন শেষে দেশে ফেরেন তারেক রহমান। সেদিন তিনি রাজধানীর পূর্বাচলের ৩০০ ফিট এলাকায় দলের দেওয়া সংবর্ধনায় অংশ নেন। পরে অসুস্থ মাকে দেখতে এভারকেয়ার হাসপাতালে যান এবং সেখান থেকে গুলশানের বাসভবনে ফেরেন।
আজ দুপুর থেকেই তারেক রহমানের আগমনকে ঘিরে জিয়া উদ্যান এলাকায় নেতাকর্মীদের ভিড় বাড়তে থাকে। ব্যানার–ফেস্টুন হাতে কয়েক হাজার নেতাকর্মী উপস্থিত হন। নিরাপত্তা ও শৃঙ্খলা রক্ষায় পুলিশ, বিজিবি, আনসারসহ আইনশৃঙ্খলা বাহিনীর বিপুল সংখ্যক সদস্য মোতায়েন করা হয়।
কর্মসূচির অংশ হিসেবে এরপর সাভারের জাতীয় স্মৃতিসৌধে গিয়ে মুক্তিযুদ্ধের বীর শহীদদের প্রতি শ্রদ্ধা জানানোর কথা রয়েছে তারেক রহমানের।
আরএস
No comments yet. Be the first to comment!