রাজনীতি

বিএনপিতে যোগ দিচ্ছেন গণঅধিকারের রাশেদ খাঁন

আপডেট: ডিসে ২৬, ২০২৫ : ০৫:০৯ পিএম
বিএনপিতে যোগ দিচ্ছেন গণঅধিকারের রাশেদ খাঁন

আগামী জাতীয় সংসদ নির্বাচনে ধানের শীষ প্রতীকে অংশ নিতে বিএনপিতে যোগ দিতে যাচ্ছেন গণঅধিকার পরিষদের সাধারণ সম্পাদক মো. রাশেদ খাঁন। তবে কবে তিনি আনুষ্ঠানিকভাবে বিএনপিতে যোগ দেবেন, সে বিষয়ে এখনো কোনো ঘোষণা আসেনি।

গণঅধিকার পরিষদের একাধিক সূত্র জানায়, যুগপৎ আন্দোলনের শরিকদের মধ্যে যেসব দল বিএনপির কাছ থেকে আসন পেয়েছে, তাদের অনেককেই ধানের শীষ প্রতীকে নির্বাচন করার প্রস্তাব দেওয়া হয়েছে। বিএনপির মূল্যায়ন, দলীয় প্রতীকে নির্বাচন করলে বিজয়ের সম্ভাবনা বাড়ে। সে কারণে ইতোমধ্যে কয়েকটি দলের শীর্ষ নেতা বিএনপিতে যোগ দিয়েছেন। একই কৌশলের অংশ হিসেবে রাশেদ খাঁনকে বিএনপিতে যোগদানের অনুমতি দিয়েছে গণঅধিকার পরিষদ।

গণঅধিকার পরিষদের সভাপতি নুরুল হক নুর বলেন, নির্বাচনে জয়ের কৌশল হিসেবে আমরা দলীয় সিদ্ধান্তের মাধ্যমে রাশেদ খাঁনকে বিএনপিতে যোগদানের অনুমতি দিয়েছি। তিনি ধানের শীষ প্রতীকে নির্বাচন করবেন।

তবে ধানের শীষে নির্বাচন করলেও রাজনৈতিকভাবে গণঅধিকার পরিষদের সঙ্গেই তাঁর অবস্থান থাকবে বলে জানান নুরুল হক নুর। তিনি বলেন, বর্তমান আরপিও অনুযায়ী জোটবদ্ধ নির্বাচন করলেও নিজ নিজ প্রতীক নিয়ে ভোট করার বাধ্যবাধকতা রয়েছে। বাস্তবে সব এলাকায় সব প্রতীক নিয়ে জয় সম্ভব নয়। সে কারণে যুগপৎ আন্দোলনের শরিকদের অনেকে বিএনপির প্রাথমিক সদস্য হয়ে ধানের শীষে নির্বাচন করছেন।

নুরুল হক নুর আরও বলেন, ফ্যাসিবাদের বিরুদ্ধে একদফা দাবিতে বিএনপির নেতৃত্বে প্রায় ৪২টি রাজনৈতিক দল ও জোট যুগপৎ আন্দোলনে যুক্ত ছিল। সেই আন্দোলনের ধারাবাহিকতায় ভবিষ্যতে একসঙ্গে নির্বাচন করা ও জাতীয় সরকার গঠনের বিষয়ে আমাদের মধ্যে সমঝোতা রয়েছে। আন্দোলন-পরবর্তী সময়েও আমরা সমন্বয়ের মাধ্যমে একই অবস্থানে কাজ করেছি।

গণঅধিকারের সভাপতি জানান, রাশেদ খাঁন বিএনপিতে যোগ দেওয়ার আগে দলের সাধারণ সম্পাদকের পদ থেকে পদত্যাগ করবেন। তাঁর পদত্যাগের পর দলীয় ফোরামে আলোচনা করে একজনকে ভারপ্রাপ্ত সাধারণ সম্পাদক করা হবে।

এ বিষয়ে জানতে চাইলে বিএনপির মিডিয়া সেলের সদস্য শায়রুল কবির খান বলেন, রাশেদ খাঁনের যোগদানের বিষয়ে তাঁর কাছে নির্দিষ্ট কোনো তথ্য নেই। তবে বিএনপির একটি সূত্র জানায়, আগামী দুই–তিন দিনের মধ্যেই তিনি বিএনপিতে যোগ দিতে পারেন।

এর আগে নিজেদের দল বিলুপ্ত বা পদত্যাগ করে বিএনপিতে যোগ দিয়েছেন বাংলাদেশ লিবারেল ডেমোক্রেটিক পার্টির (বিএলডিপি) সভাপতি শাহদাত হোসেন সেলিম, বাংলাদেশ জাতীয় দলের চেয়ারম্যান সৈয়দ এহসানুল হুদা, এলডিপির মহাসচিব রেদোয়ান আহমদ, এনপিপির চেয়ারম্যান ফরিদুজ্জামান ফরহাদ এবং জাতীয়তাবাদী গণতান্ত্রিক আন্দোলনের (এনডিএম) চেয়ারম্যান ববি হাজ্জাজ।


আরএস

Tags:
রাশেদ খাঁন

০ মন্তব্য


No comments yet. Be the first to comment!