রাজনীতি

ছাত্রশিবিরের আদর্শকে মোকাবিলা করতে ব্যর্থ হয়ে একদল অপপ্রচার চালাচ্ছে: গোলাম পরওয়ার

আপডেট: ডিসে ২৬, ২০২৫ : ০৫:১২ পিএম
ছাত্রশিবিরের আদর্শকে মোকাবিলা করতে ব্যর্থ হয়ে একদল অপপ্রচার চালাচ্ছে: গোলাম পরওয়ার

ইসলামী ছাত্রশিবিরের আদর্শকে যুক্তি ও আদর্শ দিয়ে মোকাবিলা করতে ব্যর্থ হয়ে একটি চক্র মিথ্যাচার ও অপপ্রচারের পথ বেছে নিয়েছে বলে মন্তব্য করেছেন বাংলাদেশ জামায়াতে ইসলামীর সেক্রেটারি জেনারেল মিয়া গোলাম পরওয়ার। তিনি বলেন, অনেক আত্মত্যাগ ও শাহাদাতের রক্তের বিনিময়ে একটি কালো যুগ পেছনে ফেলে সামনে এগোচ্ছে জাতি। ঠিক এ সময়েই ষড়যন্ত্রমূলক অপপ্রচার নতুন করে শুরু হয়েছে।

আজ শুক্রবার রাজধানীর চীন–মৈত্রী সম্মেলন কেন্দ্রে বাংলাদেশ ইসলামী ছাত্রশিবিরের কেন্দ্রীয় সদস্য সম্মেলন–২০২৫ অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে এসব কথা বলেন মিয়া গোলাম পরওয়ার। তিনি বলেন, রাজনীতির ইতিহাসে এটি একটি মহাসত্য—জাতি শেষ পর্যন্ত সত্যকেই গ্রহণ করে। ইসলামী ছাত্রশিবিরের আদর্শবাদী আন্দোলনকে যখন যুক্তি ও আদর্শ দিয়ে মোকাবিলা করা যায় না, তখন মিথ্যাচার ও অপপ্রচার ছড়ানো হয়। অতীতেও আধিপত্যবাদবিরোধী ইসলামী জনতার আন্দোলনকে সন্ত্রাস দিয়ে দমন করতে না পেরে নানা অপপ্রচার চালানো হয়েছে।

মিয়া গোলাম পরওয়ার বলেন, ইসলামী ছাত্রশিবিরকে স্বাধীনতাবিরোধী, রগকাটা বা গুপ্ত সংগঠন হিসেবে চিহ্নিত করার চেষ্টা করা হয়েছিল। কিন্তু রাজনৈতিক পটপরিবর্তনের পর সত্য উদ্ভাসিত হয়েছে। চারটি পাবলিক বিশ্ববিদ্যালয়সহ সাধারণ মানুষ এসব অপপ্রচার প্রত্যাখ্যান করেছে, যা প্রমাণ করে শিক্ষার্থীরা মিথ্যা প্রচারণায় বিভ্রান্ত হয়নি।

তিনি আরও বলেন, নতুন বাংলাদেশ গড়ার অভিযাত্রায় ইসলামী ছাত্রশিবিরের পাশে গোটা জাতি থাকবে। দ্বীনের জন্য জীবন উৎসর্গে প্রস্তুত এই সংগঠনের সদস্যদের দুনিয়াবি স্বার্থ, সম্পদ বা সম্মানের লোভ দেখিয়ে দমিয়ে রাখা যাবে না।

জামায়াতের সেক্রেটারি জেনারেল বলেন, যারা আল্লাহর সন্তুষ্টির জন্য জীবন বিলিয়ে দিতে প্রস্তুত, তাদের খুন, ফাঁসি, রিমান্ড বা নির্যাতনের মাধ্যমে স্তব্ধ করা সম্ভব নয়। নতুন বছরে ইসলামী ছাত্রশিবিরের জীবনে নতুন প্রভাতের সূচনা হোক, সেই সঙ্গে বাংলার জমিনে একটি নতুন বাংলাদেশের সূর্য উদিত হোক—এটাই আজকের এই সম্মেলনের বার্তা।

বাংলাদেশ ইসলামী ছাত্রশিবিরের কেন্দ্রীয় সভাপতি জাহিদুল ইসলামের সভাপতিত্বে এবং সেক্রেটারি সাদ্দাম হোসেনের সঞ্চালনায় অনুষ্ঠানে উপস্থিত ছিলেন জামায়াতে ইসলামীর আমির ডা. শফিকুর রহমান, নায়েবে আমির অধ্যাপক মুজিবুর রহমান, সহকারী সেক্রেটারি জেনারেল রফিকুল ইসলাম খান, মাওলানা আব্দুল হালিম, নির্বাহী পরিষদ সদস্য সাইফুল আলম খান মিলন, মোবারক হোসাইনসহ সংগঠনের কেন্দ্রীয় নেতারা।

আরএস

০ মন্তব্য


No comments yet. Be the first to comment!