রাজনীতি

শহীদ ওসমান হাদির সমাধিতে তারেক রহমান

আপডেট: ডিসে ২৭, ২০২৫ : ০৫:২৪ এএম
শহীদ ওসমান হাদির সমাধিতে তারেক রহমান

শহীদ ওসমান হাদির কবর জিয়ারত করতে তাঁর সমাধিস্থলে পৌঁছেছেন বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান। আজ শনিবার (২৭ ডিসেম্বর) বেলা ১১টার দিকে তিনি শাহবাগ এলাকায় আসেন। এ সময় শাহবাগে ছাত্রদলের বিভিন্ন শাখার নেতা–কর্মীরা অবস্থান নেন এবং স্লোগানে স্লোগানে এলাকা মুখর করে তোলেন।

দলীয় সূত্র জানায়, শহীদ ওসমান হাদির কবর জিয়ারতের পাশাপাশি তারেক রহমান জাতীয় কবি কাজী নজরুল ইসলামের কবরও জিয়ারত করবেন।তারেক রহমানের সঙ্গে বিএনপির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর, স্থায়ী কমিটির সদস্য মির্জা আব্বাসসহ দলের শীর্ষ নেতারা উপস্থিত ছিলেন।

ঢাকা বিশ্ববিদ্যালয় শাখা ছাত্রদলের নেতা সোহেল রহমান বলেন, “আমাদের নেতা শহীদ ওসমান হাদির কবর জিয়ারত করতে এসেছেন। ক্যাম্পাসে নেতার আগমন আমাদের জন্য অত্যন্ত গুরুত্বপূর্ণ। আমরা তাঁকে স্বাগত জানাতে প্রস্তুত।”

এদিকে শহীদ ওসমান হাদির কবর জিয়ারত উপলক্ষে শাহবাগ মোড়ে অবস্থান কর্মসূচি সাময়িকভাবে সরিয়ে নেয় ইনকিলাব মঞ্চ। সংগঠনটির ফেসবুক পেজে দেওয়া এক বার্তায় জানানো হয়, তারেক রহমানের কর্মসূচির কারণে শাহবাগ মোড় ছেড়ে ডানদিকে আজিজ সুপারমার্কেটের সামনে অবস্থান নিয়েছে ইনকিলাব মঞ্চ। দুপুর ১২টায় পুনরায় শাহবাগ মোড়ে শহীদ হাদি চত্বরে অবস্থান কর্মসূচি পালন করা হবে বলেও জানানো হয়।

ইনকিলাব মঞ্চের পক্ষ থেকে বিচার আদায়ের দাবিতে সারা দেশের মানুষকে শহীদ হাদি চত্বরে উপস্থিত থাকার আহ্বান জানানো হয়েছে।

আরএস

০ মন্তব্য


No comments yet. Be the first to comment!