রাজনীতি

জোবায়দা রহমান ও জাইমা রহমানের নাম ভোটার তালিকায় অন্তর্ভুক্ত

আপডেট: ডিসে ২৭, ২০২৫ : ০৮:০৬ এএম
জোবায়দা রহমান ও জাইমা রহমানের নাম ভোটার তালিকায় অন্তর্ভুক্ত

 বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের স্ত্রী ডা. জোবায়দা রহমান ও মেয়ে জাইমা রহমানের নাম ভোটার তালিকায় অন্তর্ভুক্ত হয়েছে।

আজ শনিবার দুপুরে রাজধানীর আগারগাঁওয়ে নির্বাচন কমিশনের ইলেকশন ট্রেনিং ইনস্টিটিউট (ইটিআই) ভবনে তারা ভোটার নিবন্ধনের জন্য যান। সেখানে ছবি তোলা, আঙুলের ছাপ গ্রহণ এবং প্রয়োজনীয় তথ্য যাচাইসহ সব আনুষ্ঠানিকতা সম্পন্ন হয়। নিবন্ধন শেষে জাইমা রহমান দুপুর ১২টা ৪৫ মিনিটে ইটিআই ভবন ত্যাগ করেন।

নির্বাচন কমিশনের সূত্রে জানা গেছে, সাধারণ নাগরিকদের মতোই নিয়ম অনুসরণ করেই তাদের ভোটার নিবন্ধন সম্পন্ন হয়েছে। কোনো আইনি জটিলতা ছিল না।

নিরাপত্তার কারণে ইটিআই ভবন ও আশপাশে কঠোর নিরাপত্তা ব্যবস্থা নেওয়া হয়। পুলিশ, র‍্যাবসহ বিভিন্ন আইনশৃঙ্খলা বাহিনীর সদস্য মোতায়েন ছিলেন। সাংবাদিকসহ সাধারণ কাউকে ভবনের ভেতরে প্রবেশ করতে দেওয়া হয়নি।

উল্লেখ্য, দীর্ঘ ১৭ বছর তিন মাস নির্বাসন শেষে ২৫ ডিসেম্বর দেশে ফেরেন তারেক রহমান ও তার পরিবার।


আরএস

০ মন্তব্য


No comments yet. Be the first to comment!