রাজনীতি

তারেক রহমানের এনআইডি রেজিস্ট্রেশন সম্পন্ন

আপডেট: ডিসে ২৭, ২০২৫ : ০৮:২৭ এএম
তারেক রহমানের এনআইডি রেজিস্ট্রেশন সম্পন্ন

 বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান জাতীয় পরিচয়পত্র (এনআইডি) রেজিস্ট্রেশন সম্পন্ন করেছেন।

আজ শনিবার দুপুর সোয়া ১টায় তিনি রাজধানীর আগারগাঁওয়ে নির্বাচন কমিশনের (ইসি) ইলেকশন ট্রেনিং ইনস্টিটিউট (ইটিআই) ভবনে প্রবেশ করে আঙুলের ছাপ ও চোখের আইরিশ স্ক্যান করান। ছবি তোলা, তথ্য যাচাইসহ সব আনুষ্ঠানিকতা সম্পন্ন হয় এবং ১টা ২০ মিনিটের দিকে তিনি ইসি ত্যাগ করেন।

নির্বাচন কমিশন সূত্র জানায়, তারেক রহমান অনলাইনে ফরম পূরণ করার পর শুধুমাত্র আঙুলের ছাপ ও আইরিশ স্ক্যান করেই রেজিস্ট্রেশন কার্যক্রম শেষ করেন। সফটওয়্যার স্বয়ংক্রিয়ভাবে তথ্য যাচাই করে এনআইডি নম্বর জেনারেট করবে। নিবন্ধন শেষে তারেক রহমান গাড়িবহরে নেতা-কর্মীদের শুভেচ্ছা নেন।

এর আগে, দীর্ঘ ১৭ বছর তিন মাস নির্বাসনের পর ২৫ ডিসেম্বর দেশে ফেরেন তারেক রহমান। দেশে ফেরার পর থেকে তিনি রাজনৈতিক ও সাংগঠনিক কর্মকাণ্ডে সক্রিয় রয়েছেন।


আরএস

০ মন্তব্য


No comments yet. Be the first to comment!