রাজনীতি

‘আমি এনসিপির অংশ হচ্ছি না’—মাহফুজ আলম

আপডেট: ডিসে ২৮, ২০২৫ : ০৫:৫৮ পিএম
‘আমি এনসিপির অংশ হচ্ছি না’—মাহফুজ আলম

অন্তর্বর্তীকালীন সরকারের সাবেক তথ্য উপদেষ্টা মাহফুজ আলম বলেছেন, তিনি জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) অংশ হচ্ছেন না। আজ রোববার রাতে নিজের ভেরিফায়েড ফেসবুক অ্যাকাউন্টে দেওয়া এক পোস্টে তিনি তাঁর রাজনৈতিক অবস্থান স্পষ্ট করেন।

ফেসবুক পোস্টে মাহফুজ আলম লেখেন, ইতিহাসের বর্তমান পর্যায়ে বাংলাদেশ এক ধরনের ‘শীতল যুদ্ধের’ মধ্য দিয়ে যাচ্ছে। এই বাস্তবতায় কোনো রাজনৈতিক পক্ষ নেওয়ার বদলে নিজের বক্তব্য ও নীতিগত অবস্থানে অটল থাকাই শ্রেয় বলে তিনি মনে করেন।

মাহফুজ আলম বলেন, নাগরিক কমিটি ও এনসিপি জুলাই গণ-আন্দোলনের সম্মুখসারির নেতৃত্বে গড়ে উঠেছিল। এসব সংগঠনে তাঁর জুলাইয়ের সহযোদ্ধারা থাকায় গত দেড় বছর তিনি প্রয়োজন অনুযায়ী পরামর্শ, নির্দেশনা ও নীতিগত সহযোগিতা দিয়েছেন। তবে নতুন রাজনৈতিক-অর্থনৈতিক বন্দোবস্ত, ফ্যাসিবাদের বিরুদ্ধে সাংস্কৃতিক লড়াই, সামাজিক ফ্যাসিবাদ মোকাবিলা, পুনর্মিলন ও দায়-দরদের সমাজ গঠনের যে অবস্থান তিনি তুলে ধরেছেন, তা বাস্তবায়নের প্রশ্নে এনসিপিকে ‘একটি বড় জুলাই আম্ব্রেলা’ হিসেবে গড়ে তোলার চেষ্টা সফল হয়নি বলে তিনি উল্লেখ করেন।

ফেসবুক পোস্টে তিনি বলেন, বর্তমান বাস্তবতায় তাঁর জুলাই সহযোদ্ধাদের প্রতি সম্মান, স্নেহ ও বন্ধুত্ব অটুট থাকবে। তবে তিনি স্পষ্ট করে জানান, ‘আমি এই এনসিপির অংশ হচ্ছি না।’

জামায়াত-এনসিপি জোট থেকে তাঁর কাছে প্রস্তাব আসেনি—এমন ধারণাকে সত্য নয় বলেও উল্লেখ করেন মাহফুজ আলম। তিনি বলেন, ঢাকার কোনো একটি আসন থেকে জোটের প্রার্থী হওয়ার চেয়ে নিজের দীর্ঘদিনের অবস্থান ধরে রাখাই তাঁর কাছে অধিক গুরুত্বপূর্ণ।

মাহফুজ আলম আরও বলেন, বিকল্প তরুণ ও জুলাই শক্তির সম্ভাবনা এখনো শেষ হয়ে যায়নি। বরং নতুন রাজনৈতিক-অর্থনৈতিক বন্দোবস্ত বাস্তব ও সম্ভব বলে তিনি বিশ্বাস করেন। তিনি জানান, রাজনৈতিক, সাংস্কৃতিক ও বুদ্ধিবৃত্তিক—সব পথেই তিনি তাঁর চিন্তা ও অবস্থান অব্যাহত রাখবেন। ফেসবুক পোস্টের শেষাংশে তিনি লেখেন, বিকল্প ও মধ্যপন্থি তরুণ শক্তির উত্থান আসন্ন বলেই তাঁর বিশ্বাস।


আরএস

০ মন্তব্য


No comments yet. Be the first to comment!