রাজনীতি

তারেক রহমান চাইলে যেকোনো এলাকা থেকে নির্বাচনে অংশ নিতে পারবেন: রিজভী

আপডেট: ডিসে ২৮, ২০২৫ : ০৫:৫৯ পিএম
তারেক রহমান চাইলে যেকোনো এলাকা থেকে নির্বাচনে অংশ নিতে পারবেন: রিজভী

বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান একজন জাতীয় নেতা উল্লেখ করে দলের সিনিয়র যুগ্ম মহাসচিব রুহুল কবির রিজভী বলেছেন, তিনি চাইলে দেশের যেকোনো এলাকা থেকে জাতীয় সংসদ নির্বাচনে অংশ নিতে পারবেন। তাঁর জনপ্রিয়তা ও গ্রহণযোগ্যতার কারণে কোথাও তাঁর প্রার্থিতা নিয়ে কোনো ধরনের বাধা থাকবে না।

আজ রোববার সকালে জাতীয়তাবাদী সামাজিক সাংস্কৃতিক সংস্থা (জাসাস)-এর ৪৭তম প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে বিএনপির প্রতিষ্ঠাতা শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমানের মাজারে শ্রদ্ধা নিবেদন শেষে সাংবাদিকদের এসব কথা বলেন রিজভী।

রিজভী বলেন, তারেক রহমান সারা দেশে নির্বাচন পরিচালনা ও ভোটারদের উদ্দীপনার প্রধান প্রতীক। দেশের মানুষ তাঁর নেতৃত্বকে স্বীকৃতি দিয়েছে এবং তাঁকে জাতীয় নেতা হিসেবে গ্রহণ করেছে। সে কারণেই তিনি দেশের যেকোনো এলাকা থেকে নির্বাচন করতে পারেন।

তিনি আরও বলেন, জাতীয় পর্যায়ের নেতারা সাধারণত যেখান থেকে যৌক্তিক মনে করেন, সেখান থেকেই নির্বাচনে অংশ নেন। তারেক রহমানের ক্ষেত্রেও বিষয়টি ভিন্ন নয়। ভোটারদের মধ্যে তাঁর প্রতি আগ্রহ ও উচ্ছ্বাস এতটাই ব্যাপক যে কোনো আসনই তাঁর জন্য বাধা হয়ে দাঁড়াবে না।

রুহুল কবির রিজভীর মতে, রাজধানী ঢাকা থেকে নির্বাচন করা যেমন তারেক রহমানের জন্য যৌক্তিক হতে পারে, তেমনি শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমানের জন্মভূমি বগুড়া থেকেও তাঁর প্রার্থিতা যুক্তিসংগত। অতীতে বগুড়া থেকে নির্বাচন করে বিএনপি চেয়ারপারসন খালেদা জিয়া একাধিকবার সংসদ সদস্য নির্বাচিত হয়েছেন বলে তিনি স্মরণ করিয়ে দেন।

এ সময় আধিপত্যবাদবিরোধী আন্দোলনে সাংস্কৃতিক অঙ্গনের ভূমিকার কথা উল্লেখ করে রিজভী বলেন, গান, কবিতা, নাটক ও সাহিত্যচর্চার মাধ্যমে সাংস্কৃতিক কর্মীদের জাতিকে উদ্বুদ্ধ করতে হবে এবং একটি শক্তিশালী জাতীয় সংস্কৃতি গড়ে তুলতে অগ্রণী ভূমিকা রাখতে হবে।

শ্রদ্ধা নিবেদনকালে জাসাসের আহ্বায়ক চিত্রনায়ক হেলাল খান, সদস্যসচিব জাকির হোসেন রোকনসহ সংগঠনের বিভিন্ন পর্যায়ের নেতা-কর্মীরা উপস্থিত ছিলেন।


আরএস

০ মন্তব্য


No comments yet. Be the first to comment!