রাজনীতি

ঢাকা–১৭ আসন থেকেও নির্বাচনে প্রতিদ্বন্দ্বিতা করবেন তারেক রহমান

আপডেট: ডিসে ২৮, ২০২৫ : ০৬:০১ পিএম
ঢাকা–১৭ আসন থেকেও নির্বাচনে প্রতিদ্বন্দ্বিতা করবেন তারেক রহমান

বগুড়া–৬ আসনের পাশাপাশি ঢাকা–১৭ সংসদীয় আসন থেকেও নির্বাচনে প্রতিদ্বন্দ্বিতা করবেন বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান। আজ রোববার সকালে তাঁর পক্ষে ঢাকা–১৭ আসনের মনোনয়নপত্র সংগ্রহ করা হয়েছে।

বিএনপির মিডিয়া সেলের সদস্য শায়রুল কবির খান বিষয়টি নিশ্চিত করেছেন। তিনি জানান, বিএনপি চেয়ারপারসনের একান্ত সচিব এ বি এম আব্দুস সাত্তার সকাল ১০টা ৫০ মিনিটের দিকে সেগুনবাগিচায় ঢাকা বিভাগীয় কমিশনারের কার্যালয়ে গিয়ে তারেক রহমানের পক্ষে মনোনয়নপত্র সংগ্রহ করেন। এ সময় ঢাকা বিভাগীয় কমিশনার শরফ উদ্দিন আহমেদ চৌধুরীর দপ্তর থেকে মনোনয়নপত্রটি দেওয়া হয়।

দলীয় সূত্রে জানা গেছে, এর আগে ঢাকা–১৭ আসনটি বাংলাদেশ জাতীয় পার্টির (বিজেপি) চেয়ারম্যান আন্দালিভ রহমান পার্থের জন্য ছেড়ে দেওয়ার সিদ্ধান্ত ছিল বিএনপির। তবে তারেক রহমান এই আসন থেকে নির্বাচনে অংশ নেওয়ার সিদ্ধান্ত নেওয়ায় সে রাজনৈতিক সমঝোতায় পরিবর্তন এসেছে।

দলীয় সূত্র আরও জানায়, ঢাকা–১৭ আসনে তারেক রহমান প্রার্থী হওয়ায় বিএনপি আন্দালিভ রহমান পার্থকে ভোলা–১ আসন ছেড়ে দেওয়ার সিদ্ধান্ত নিয়েছে।

এর আগে বিএনপি তারেক রহমানের নিজ এলাকা বগুড়া–৬ আসন থেকে নির্বাচনে অংশ নেওয়ার বিষয়টি চূড়ান্ত করে এবং ওই আসনে তাঁকে দলীয় মনোনয়ন দেয়।


আরএস

০ মন্তব্য


No comments yet. Be the first to comment!