রাজনীতি

এক দিনে প্রায় তিন হাজার স্বাক্ষর তাসনিম জারার, প্রয়োজন আরও দেড় হাজার

আপডেট: ডিসে ২৯, ২০২৫ : ০৫:১০ এএম
এক দিনে প্রায় তিন হাজার স্বাক্ষর তাসনিম জারার, প্রয়োজন আরও দেড় হাজার

ঢাকা–৯ আসন থেকে স্বতন্ত্র প্রার্থী হিসেবে নির্বাচনে অংশ নিতে এক দিনেই প্রায় তিন হাজার ভোটারের স্বাক্ষর সংগ্রহ করেছেন তাসনিম জারা। প্রার্থী হওয়ার জন্য তাঁর নির্বাচনী এলাকার মোট ভোটারের ১ শতাংশ, অর্থাৎ প্রায় পাঁচ হাজার স্বাক্ষর প্রয়োজন। সে হিসেবে লক্ষ্যে পৌঁছাতে এখনো প্রয়োজন আরও দেড় হাজার স্বাক্ষর।

রোববার (২৮ ডিসেম্বর) সকাল থেকে স্বাক্ষর সংগ্রহ কার্যক্রম শুরু করেন তাসনিম জারা। রাত সাড়ে ৯টার দিকে নিজের ভেরিফায়েড ফেসবুক পেজে দেওয়া এক পোস্টে তিনি জানান, প্রথম দিনেই উল্লেখযোগ্য সাড়া পেয়েছেন তাঁরা। পোস্টে তিনি লেখেন, ‘সকাল থেকে আপনাদের স্বাক্ষর সংগ্রহ করছি। এখন পর্যন্ত প্রায় তিন হাজার স্বাক্ষর সংগ্রহ হয়েছে। লক্ষ্যে পৌঁছাতে হলে মোট পাঁচ হাজার স্বাক্ষর দরকার।’

স্বাক্ষর সংগ্রহে স্বেচ্ছাসেবকদের ভূমিকার কথাও তুলে ধরেন তাসনিম জারা। তিনি জানান, বিভিন্ন স্বেচ্ছাসেবক অল্প সময়ের মধ্যেই ১০ থেকে ২০টি করে স্বাক্ষর সংগ্রহ করে ফর্ম জমা দিচ্ছেন।

এ কার্যক্রমে অংশ নিতে আগ্রহীদের জন্য প্রয়োজনীয় দিকনির্দেশনাও দেওয়া হয়েছে। নিয়ম অনুযায়ী, স্বাক্ষর সংগ্রহের সময় ফর্মের প্রথম পাতায় ভোটারের নাম, ঠিকানা ও স্বাক্ষর নিতে হবে। তবে ক্রমিক নম্বর ও ভোটার নম্বরের ঘর ফাঁকা রাখতে হবে। দ্বিতীয় পাতায় একই ব্যক্তির নাম পুনরায় লিখে ভোটার আইডি নম্বর উল্লেখ করতে হবে। নির্ধারিত নিয়ম অনুসরণ না করলে ফর্ম বাতিল হওয়ার আশঙ্কা রয়েছে বলে জানানো হয়েছে।

সংগৃহীত ফর্ম জমা দেওয়ার জন্য ঢাকা–৯ আসনের দুটি এলাকায় বুথ স্থাপন করা হয়েছে। একটি বুথ খিলগাঁওয়ের তালতলা মার্কেটসংলগ্ন ন্যাশনাল আইডিয়াল কলেজের বিপরীতে এবং অন্যটি বাসাবোর বালুর মাঠ এলাকায়।

এর আগে গত শনিবার সন্ধ্যায় সামাজিক যোগাযোগমাধ্যমে দেওয়া এক পোস্টে জাতীয় নাগরিক পার্টি (এনসিপি) থেকে পদত্যাগের ঘোষণা দেন তাসনিম জারা। একই সঙ্গে তিনি ঢাকা–৯ আসন থেকে স্বতন্ত্র প্রার্থী হিসেবে নির্বাচনে অংশ নেওয়ার সিদ্ধান্তের কথা জানান। জামায়াতে ইসলামীর সঙ্গে এনসিপির নির্বাচনী সমঝোতার প্রেক্ষাপটে এ সিদ্ধান্ত নিয়েছেন বলেও ওই পোস্টে উল্লেখ করেন তিনি।


আরএস

০ মন্তব্য


No comments yet. Be the first to comment!