জাতীয় পার্টির চেয়ারম্যান জিএম কাদের বলেছেন, বিএনপি ও জাতীয় পার্টির প্রার্থীরা উভয়েই মনোনয়নপত্র সংগ্রহ করেছেন। একবার মনোনয়নপত্র জমা দেওয়া হলে জোট করার সুযোগ থাকে না, তবে আসনভিত্তিক সমঝোতা সম্ভব।
রোববার (২৮ ডিসেম্বর) রাতে রংপুর নগরীর স্কাইভিউ বাসভবনে সাংবাদিকদের সঙ্গে আলাপকালে তিনি বলেন, যেখানে জাতীয় পার্টির প্রার্থী দুর্বল, সেখানে বিএনপির প্রার্থীকে সমর্থন দেওয়া যেতে পারে। আবার যেখানে জাতীয় পার্টির ভালো প্রার্থী রয়েছে, সেখানে বিএনপি সমর্থন দিলে উভয় দলের প্রার্থীরা জয়ী হলে এ ধরনের সমঝোতার আলোচনা হতে পারে। তবে এই বিষয়ে এখনও বিএনপির সঙ্গে কোনো আলোচনা হয়নি।
জিএম কাদের নির্বাচনের পরিবেশকে “অত্যন্ত খারাপ” হিসেবে উল্লেখ করে বলেন, বর্তমানে তারা বৈষম্যের শিকার। দলের তিনজন সংসদ সদস্য প্রার্থী জেলে আছেন এবং জামিনে মুক্ত হলেও তাদের বিরুদ্ধে নতুন মামলা দেখানো হয়েছে। তিনি অভিযোগ করেন, নির্বাচনে জাতীয় পার্টির প্রার্থীদের হ্যারাসমেন্ট চলছেই এবং প্রশাসন ও প্রতিদ্বন্দ্বী প্রার্থীরা “জুলাইয়ের মামলায় গ্রেপ্তার দেখানোর” ভয়ভীতি দেখাচ্ছে।
তিনি আরও বলেন, এবারের নির্বাচনে মনোনয়নপত্র তৈরি অত্যন্ত জটিলভাবে করা হয়েছে। অধিকাংশ নতুন প্রার্থী এতে ভুল করে নির্বাচন থেকে অযোগ্য হয়ে যেতে পারেন। এ ধরনের পরিস্থিতি প্রার্থীদের বেআইনিভাবে নির্বাচনে অংশ নেওয়া থেকে বাধা দিতে পারে।
জিএম কাদের যোগ করেন, “আমরা কোনো লেভেল প্লেয়িং ফিল্ড দেখছি না। প্রতিনিয়ত হ্যারাসমেন্টের শিকার হচ্ছি। তারপরও এই নির্বাচনকে আমরা চ্যালেঞ্জ হিসেবে নিয়েছি। জনগণই আমাদের সবচেয়ে বড় শক্তি, তারাই আমাদের সমস্যা সমাধান করতে পারবে।”
আলাপকালে উপস্থিত ছিলেন জাতীয় পার্টির কো-চেয়ারম্যান মোস্তাফিজার রহমান মোস্তফা, প্রেসিডিয়াম সদস্য এস এম ইয়াসির, ভাইস চেয়ারম্যান আব্দুর রাজ্জাক, জেলা জাতীয় পার্টির আহ্বায়ক আজমল হোসেন লেবুসহ অন্যান্য নেতৃবৃন্দ।
আরএস
No comments yet. Be the first to comment!