জাতীয় নাগরিক পার্টির দক্ষিণাঞ্চলের মুখ্য সংগঠক হাসনাত আবদুল্লাহর প্রার্থী হওয়া কুমিল্লা-৪ (দেবিদ্বার) আসনে নির্বাচন থেকে সরে দাঁড়ালেন জামায়াতে ইসলামীর প্রার্থী সাইফুল ইসলাম শহিদ।
গতকাল রোববার (২৮ ডিসেম্বর) রাতে নিজের ভেরিফায়েড ফেসবুক আইডিতে একটি স্ট্যাটাসের মাধ্যমে তিনি নির্বাচন থেকে সরে দাঁড়ানোর সিদ্ধান্ত জানান।
আজ সোমবার (২৯ ডিসেম্বর) সকালে ঢাকা পোস্টকে বিষয়টি নিশ্চিত করেন সাইফুল ইসলাম শহিদ। ফেসবুক পোস্টে তিনি উল্লেখ করেন, “আলহামদুলিল্লাহ। কেন্দ্রীয় সংগঠনের সিদ্ধান্ত মেনে নিয়ে নির্বাচন থেকে নিজেকে আড়াল করে নিলাম। আল্লাহ যেন দ্বীন কায়েমের পথে আমৃত্যু টিকে থাকার তৌফিক দান করেন।”
জামায়াত নেতা বলেন, দলীয় সিদ্ধান্তের কারণে তিনি নির্বাচন থেকে সরে দাঁড়িয়েছেন। দেবিদ্বারের মানুষের জন্য তার পক্ষ থেকে সকল সহযোগিতা আগের মতোই অব্যাহত থাকবে।
আরএস
No comments yet. Be the first to comment!