অন্তর্বর্তীকালীন সরকারের সাবেক উপদেষ্টা ও ছাত্র আন্দোলনের অন্যতম সমন্বয়ক আসিফ মাহমুদ সজীব ভূঁইয়া নতুন রাজনৈতিক দল জাতীয় নাগরিক পার্টিতে (এনসিপি) যোগ দিয়েছেন। দলে তিনি মুখপাত্রের দায়িত্ব পালন করবেন।
আজ সোমবার সন্ধ্যায় ঢাকায় আয়োজিত এক সংবাদ সম্মেলনে এ তথ্য জানান এনসিপির আহ্বায়ক নাহিদ ইসলাম। সংবাদ সম্মেলনে তিনি দেশের চলমান রাজনৈতিক পরিস্থিতি, রাষ্ট্র সংস্কার কার্যক্রম এবং দলের ভবিষ্যৎ কর্মপরিকল্পনা নিয়ে সাংবাদিকদের সঙ্গে কথা বলেন।
এনসিপিতে যোগদানের বিষয়টি নিশ্চিত হলেও আসিফ মাহমুদের নির্বাচনে অংশগ্রহণের বিষয়ে চূড়ান্ত সিদ্ধান্ত এখনও জানানো হয়নি। তিনি ঢাকা-১০ আসন থেকে মনোনয়ন ফরম সংগ্রহ করেছিলেন। এদিন বিকেল পাঁচটায় মনোনয়নপত্র জমা দেওয়ার শেষ সময় ছিল।
রাজনৈতিক অঙ্গনে আলোচিত এ নেতা গত বছরের জুলাই-আগস্টে বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের নেতৃত্বে সংঘটিত গণ-অভ্যুত্থানের অন্যতম সমন্বয়ক ছিলেন। ৫ আগস্ট আওয়ামী লীগ সরকারের পতনের পর গঠিত অন্তর্বর্তীকালীন সরকারে তিনি উপদেষ্টা হিসেবে দায়িত্ব গ্রহণ করেন।
চলতি বছরের ১০ ডিসেম্বর তিনি উপদেষ্টার পদ থেকে পদত্যাগ করেন। পরদিন নির্বাচন কমিশনের তফসিল ঘোষণার সঙ্গে সঙ্গে তাঁর পদত্যাগ কার্যকর হয়।
আরএস
No comments yet. Be the first to comment!