বাংলাদেশ আর কখনো পথ হারাবে না বলে মন্তব্য করেছেন ঢাকা বিশ্ববিদ্যালয় কেন্দ্রীয় ছাত্র সংসদের (ডাকসু) সহসভাপতি (ভিপি) সাদিক কায়েম। তিনি বলেন, বিপ্লব-পরবর্তী সময়ে সমাজে তৈরি হওয়া বিভাজনের সুযোগ নিয়ে পতিত ফ্যাসিস্ট শক্তি ও তাদের সহযোগীরা নানা ষড়যন্ত্র ও চক্রান্তে লিপ্ত হয়েছে।
আজ বৃহস্পতিবার সন্ধ্যায় রাজধানীর গুলশানে বিএনপি চেয়ারপারসনের রাজনৈতিক কার্যালয়ে সদ্যপ্রয়াত সাবেক প্রধানমন্ত্রী খালেদা জিয়ার শোকবইয়ে স্বাক্ষর করেন সাদিক কায়েম। এরপর বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের সঙ্গে বৈঠক শেষে সাংবাদিকদের সঙ্গে আলাপকালে তিনি এসব কথা বলেন।
সাদিক কায়েম বলেন, ‘বিপ্লব-পরবর্তী সময়ে আমাদের ভেতরে যে বিভাজন তৈরি হয়েছে, সেটিকে কাজে লাগিয়ে পতিত ফ্যাসিস্ট ও দিল্লির তাঁবেদাররা চক্রান্ত করছে। এই ষড়যন্ত্র রুখতে এবং জুলাই বিপ্লবের স্বপ্ন বাস্তবায়নে সব রাজনৈতিক দল ও ছাত্র সংগঠনকে ঐক্যবদ্ধ হতে হবে।’
তারেক রহমানের সঙ্গে বৈঠকের প্রসঙ্গ টেনে তিনি বলেন, প্রথমেই তারা আপসহীন সংগ্রামের প্রতীক দেশনেত্রী বেগম খালেদা জিয়ার জন্য দোয়া করেছেন। পাশাপাশি দেশের ছাত্রসমাজ ও ডাকসুর প্রতি কিছু গুরুত্বপূর্ণ পরামর্শ দিয়েছেন তারেক রহমান। সব রাজনৈতিক দল ও ছাত্র সংগঠনকে সঙ্গে নিয়ে কাজ করার আহ্বানও জানান তিনি।
আগামী দিনের রাজনীতি ‘বাংলাদেশপন্থী’ হবে উল্লেখ করে সাদিক কায়েম বলেন, দেশ, মাটি, মানুষ ও সার্বভৌমত্ব রক্ষা এবং আধিপত্যবাদের বিরুদ্ধে প্রতিবাদই হবে ভবিষ্যৎ রাজনীতির মূল ভিত্তি। তিনি বলেন, শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমান ও বেগম খালেদা জিয়া যে রাজনৈতিক পথ দেখিয়েছেন, সেই লক্ষ্যেই ঐক্যবদ্ধভাবে সংগ্রাম চালিয়ে যাওয়ার প্রত্যয় রয়েছে।
তরুণ প্রজন্মের ভোটাধিকার প্রসঙ্গে সাদিক কায়েম বলেন, গত ১৬ বছর ধরে তরুণরা ভোট দেওয়ার সুযোগ থেকে বঞ্চিত ছিল। একটি অবাধ, সুষ্ঠু ও গ্রহণযোগ্য নির্বাচন নিশ্চিত করতে ছাত্রসমাজকে ঐক্যবদ্ধ ভূমিকা পালন করতে হবে। একই সঙ্গে জুলাইয়ের শহীদদের স্বপ্ন বাস্তবায়ন ও রাষ্ট্রকাঠামো পুনর্গঠনে প্রস্তাবিত গণভোটের জন্য জাতীয় ঐক্যের প্রয়োজনীয়তার কথাও তিনি তুলে ধরেন।
আধিপত্যবাদের বিরুদ্ধে কথা বলতে গিয়ে প্রাণ হারানো শহীদ শরীফ ওসমান হাদির বিচার নিয়ে উদ্বেগ প্রকাশ করে তিনি বলেন, ‘ওসমান হাদিকে যারা গুলি করেছে এবং যারা হত্যার পরিকল্পনার সঙ্গে জড়িত, তারা এখনো গ্রেপ্তার হয়নি। স্বাধীন বাংলাদেশে তার বিচার নিশ্চিত করতে হলে সব রাজনৈতিক দল ও ছাত্র সংগঠনকে একসঙ্গে দাঁড়াতে হবে।’
ফ্যাসিবাদবিরোধী সব শক্তির ঐক্যের ওপর জোর দিয়ে সাদিক কায়েম বলেন, সবাই এক থাকলে বাংলাদেশ আর কখনো পথ হারাবে না।
আরএস
No comments yet. Be the first to comment!