জামায়াতে ইসলামীর আমির ডা. শফিকুর রহমান বলেছেন, ব্রিটিশ বার্তাসংস্থা রয়টার্সে দেওয়া তার সাক্ষাৎকারের তথ্য বাংলাদেশি গণমাধ্যমে ভুলভাবে উপস্থাপন করা হয়েছে। দেশীয় কিছু সংবাদমাধ্যমে প্রকাশিত “ভারতের সঙ্গে জামায়াত আমিরের গোপন বৈঠক” শিরোনামের সংবাদটি বাস্তবে সঠিক নয়।
ডা. শফিকুর রহমান বলেন, ভারতের ওই কূটনীতিকই বৈঠকটি গোপন রাখতে অনুরোধ করেছিলেন। এ কারণে এটি মিডিয়ায় প্রকাশ করা হয়নি। তিনি ফেসবুকে স্ট্যাটাসে এ ধরনের বিভ্রান্তিকর সংবাদ পরিবেশনের তীব্র নিন্দা জানান এবং সংশ্লিষ্টদের ভবিষ্যতে সত্য যাচাই করে সংবাদ প্রচারের আহ্বান জানান।
জামায়াত আমির স্ট্যাটাসে উল্লেখ করেছেন, “রয়টার্সের সাংবাদিক আমাকে প্রশ্ন করেছিলেন, প্রতিবেশী ভারতের সঙ্গে আমাদের কোনো যোগাযোগ আছে কি না। আমি জানিয়েছি, গত বছরের মাঝামাঝি সময়ে অসুস্থ হওয়ার পর দেশ-বিদেশের বিভিন্ন কূটনীতিক আমাকে দেখতে এসেছেন। ভারতের দুজন কূটনীতিকও আমার বাসায় এসেছেন। অন্যদের মতো তাদের সঙ্গেও আলাপ-আলোচনা হয়েছে, তবে তারা এটিকে প্রকাশ না করার অনুরোধ করেছেন। ভবিষ্যতে দুই দেশের স্বার্থ সংশ্লিষ্ট বৈঠক হলে তা অবশ্যই মিডিয়ায় প্রকাশিত হবে।”
তিনি আরও বলেন, “আমি বিস্মিত যে, কিছু দেশীয় মিডিয়া এটিকে ‘গোপন বৈঠক’ হিসেবে উপস্থাপন করেছে। এ ধরনের সংবাদ বিভ্রান্তিকর এবং অগ্রহণযোগ্য।”
আরএস
No comments yet. Be the first to comment!