রাজনীতি

খালেদা জিয়ার আদর্শ ধারণ করেই দেশ এগিয়ে যাবে: আমীর খসরু

আপডেট: জানু ০২, ২০২৬ : ০৩:৫৪ পিএম
খালেদা জিয়ার আদর্শ ধারণ করেই দেশ এগিয়ে যাবে: আমীর খসরু

বিএনপির স্থায়ী কমিটির সদস্য আমীর খসরু মাহমুদ চৌধুরী বলেছেন, গণতন্ত্রের মা ও সাবেক প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়ার দর্শন, আদর্শ ও চিন্তা-চেতনা ধারণ করেই বাংলাদেশ এগিয়ে যাবে। তিনি শারীরিকভাবে আমাদের মাঝে না থাকলেও তাঁর আদর্শ ও মূল্যবোধ রেখে গেছেন, যা ভবিষ্যৎ প্রজন্মকে পথ দেখাবে।

আজ শুক্রবার চট্টগ্রাম প্যারেড মাঠে বৌদ্ধদের ধর্মীয় গুরু মহামান্য সংঘরাজ ড. জ্ঞানশ্রী মহাস্থবিরের স্মৃতিচারণ অনুষ্ঠানে এসব কথা বলেন তিনি। আমীর খসরু বলেন, বেগম খালেদা জিয়ার প্রয়াণে শুধু বাংলাদেশ নয়, দক্ষিণ এশিয়াসহ বিশ্বের বিভিন্ন প্রান্তের মানুষ শোকাহত। তাঁর দর্শন ও নেতৃত্ব মানুষের হৃদয়ে গভীরভাবে প্রোথিত। সব ধর্মের মানুষের সহাবস্থান ও সম্প্রীতির যে শিক্ষা তিনি দিয়ে গেছেন, তা আজও প্রাসঙ্গিক এবং অনুসরণযোগ্য। তিনি বলেন, খালেদা জিয়ার রুহের মাগফিরাত কামনায় সবাইকে দোয়া করতে হবে এবং তাঁর আদর্শ বাস্তবায়নে নিজ নিজ অবস্থান থেকে কাজ করতে হবে।

দেশের বর্তমান পরিস্থিতি নিয়ে আমীর খসরু বলেন, বিএনপি একটি শান্তিপূর্ণ ও স্থিতিশীল বাংলাদেশ দেখতে চায়। দীর্ঘদিন ধরে দেশে অস্থিরতা বিরাজ করছে। এই পরিস্থিতি থেকে উত্তরণের জন্য মানুষের কল্যাণে সবাইকে ঐক্যবদ্ধভাবে কাজ করতে হবে।

তিনি আরও বলেন, সমাজে পারস্পরিক শ্রদ্ধাবোধ ও সহনশীলতা কমে গেছে। ভিন্নমতের প্রতি সম্মান দেখানোর যে সংস্কৃতি ছিল, তা অনেকটাই ক্ষয়ে গেছে। এই প্রবণতা থেকে বেরিয়ে আসতে হবে। আগামীর বাংলাদেশ প্রসঙ্গে তিনি বলেন, বৈষম্যহীন ও ঐক্যবদ্ধ একটি বাংলাদেশ গড়তে হবে। উন্নয়নের সুফল যেন দেশের প্রতিটি মানুষের ঘরে ঘরে পৌঁছে যায়, সে বিষয়টি নিশ্চিত করতে হবে।

বাংলাদেশে বৌদ্ধ সম্প্রদায়ের সর্বোচ্চ ধর্মীয় গুরু প্রয়াত অগ্র মহাপণ্ডিত ড. জ্ঞানশ্রী মহাথেরোর স্মরণে ‘জাতীয় অনিত্য সভা ও স্মৃতিচারণ উপলক্ষ্যে অষ্টপরিষ্কারসহ সংঘদান’ অনুষ্ঠানের আয়োজন করা হয়। বাংলাদেশ বৌদ্ধ সমিতি এ অনুষ্ঠানের আয়োজন করে।

আরএস

০ মন্তব্য


No comments yet. Be the first to comment!