রাজনীতি

প্রশাসন বিএনপির দিকে ঝুঁকে গেছে: হাসনাত আবদুল্লাহ

আপডেট: জানু ০২, ২০২৬ : ০৪:১১ পিএম
প্রশাসন বিএনপির দিকে ঝুঁকে গেছে: হাসনাত আবদুল্লাহ

কুমিল্লা–৪ (দেবিদ্বার) আসনে জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) মনোনীত প্রার্থী ও দলটির দক্ষিণাঞ্চলের মুখ্য সংগঠক হাসনাত আবদুল্লাহ বলেছেন, প্রশাসনের নিরপেক্ষতা নিয়ে তিনি শঙ্কিত। তাঁর অভিযোগ, প্রশাসন বিএনপির প্রতি ঝুঁকে পড়েছে, যা একটি সুষ্ঠু ও অংশগ্রহণমূলক নির্বাচন নিয়ে প্রশ্ন তৈরি করছে।

আজ শুক্রবার বিকেলে কুমিল্লা জেলা রিটার্নিং কর্মকর্তার কার্যালয়ে মনোনয়নপত্র যাচাই–বাছাই শেষে সাংবাদিকদের এসব কথা বলেন তিনি। হাসনাত আবদুল্লাহ বলেন, ‘প্রশাসনের যে দ্বিচারিতামূলক আচরণ আমরা দেখছি, তাতে নিরপেক্ষ নির্বাচন আদৌ সম্ভব কি না, তা নিয়ে শঙ্কা তৈরি হয়েছে। সহজ কথায় মনে হচ্ছে, প্রশাসন বিএনপির দিকে ঝুঁকে গেছে।’

তিনি অভিযোগ করেন, কুমিল্লা–৪ আসনে বিএনপির মনোনীত প্রার্থীর হলফনামায় গুরুত্বপূর্ণ তথ্য গোপন করা হয়েছে। তাঁর ভাষ্য, ‘পর্যাপ্ত তথ্য ও যুক্তি থাকা সত্ত্বেও বিষয়টি আমলে নেওয়া হয়নি। সংশ্লিষ্ট প্রার্থী বিভিন্ন সময় বিভিন্ন প্রতিষ্ঠান থেকে ঋণ নিয়েও তা পরিশোধ করেননি। এ ছাড়া হাইকোর্টের স্থগিতাদেশ সম্পর্কিত তথ্যও গোপন করা হয়েছে, যা ব্যক্তিগত তথ্য গোপনের শামিল।’

হাসনাত আবদুল্লাহ বলেন, নির্বাচনী বিধিমালায় স্পষ্টভাবে বলা আছে, কোনো প্রার্থী যদি চাহিদা অনুযায়ী ব্যক্তিগত তথ্য গোপন করেন, তাহলে তাঁর প্রার্থিতা বাতিলযোগ্য। এ বিষয়ে প্রশাসনের কাছে প্রয়োজনীয় তথ্য–প্রমাণ উপস্থাপন করা হলেও সিদ্ধান্তে নিরপেক্ষতার ঘাটতি রয়েছে বলে তিনি মনে করেন।

এর আগে বিকেলে মনোনয়ন যাচাই–বাছাইকালে হাসনাত আবদুল্লাহ ও তাঁর আইনজীবী কুমিল্লা–৪ আসনে বিএনপির মনোনীত প্রার্থী মঞ্জুরুল আহসান মুন্সীর হলফনামায় তথ্য গোপনের অভিযোগ তোলেন। এ সময় উভয় পক্ষের মধ্যে প্রায় আধা ঘণ্টা বাগবিতণ্ডা হয়।

রিটার্নিং কর্মকর্তা উভয় পক্ষকে আইন অনুযায়ী অভিযোগ দাখিলের পরামর্শ দেন। যাচাই–বাছাই শেষে রিটার্নিং কর্মকর্তা মু. রেজা হাসান এনসিপি ও বিএনপি—উভয় প্রার্থীর মনোনয়নপত্র বৈধ ঘোষণা করেন।


আরএস

০ মন্তব্য


No comments yet. Be the first to comment!