বিএনপি চেয়ারপারসন ও সাবেক প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়ার জানাজায় বিপুলসংখ্যক মানুষের অংশগ্রহণ তার প্রতি মানুষের গভীর ভালোবাসার প্রতিফলন বলে মন্তব্য করেছেন বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর।
বৃহস্পতিবার গুলশানে বিএনপি চেয়ারপারসনের রাজনৈতিক কার্যালয়ে সাংবাদিকদের সঙ্গে আলাপে তিনি বলেন, “মানুষ বাড়ির ছাদ থেকেও জানাজায় অংশ নিয়েছে। এর মূল কারণ হলো, খালেদা জিয়া বাংলাদেশের রাজনীতিতে এক বিরল ব্যক্তিত্ব ছিলেন—দেশ ও গণতন্ত্রের প্রশ্নে কখনো আপস করেননি এবং সমগ্র জীবন লড়াই করেছেন।”
মির্জা ফখরুল আরও বলেন, “দেশের ক্রান্তিকালীন সময়ে তার চলে যাওয়ায় মানুষ মর্মাহত হয়েছে। তাই দেশের মানুষ তার আত্মার মাগফিরাত কামনায় সমবেত হয়েছে এবং চোখের পানি ফেলেছে।”
তিনি বলেন, “মানুষ আশা করছে খালেদা জিয়ার চলে যাওয়ার মধ্য দিয়ে গণতন্ত্র প্রতিষ্ঠার কর্তব্য তারা পালন করবে। আগামী নির্বাচনে দেশের পক্ষে শক্তিশালী বাংলাদেশ জাতীয়তাবাদী দলকে বিজয়ী করবে।”
বিএনপি মহাসচিব বলেন, “দেশনেত্রী যে অবস্থান তৈরি করে গেছেন, তাতে তার পুত্র ও নেতা তারেক রহমানের পাশাপাশি বিএনপির প্রতিটি নেতাকর্মীর দায়িত্ব বেড়েছে। শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমান ও খালেদা জিয়া উভয়েই বাংলাদেশি জাতীয়তাবাদ ও স্বাধীনতার পতাকা উঁচু রেখেছেন। আগামী দিনে তারেক রহমানও সেই পতাকা হাতে গণতন্ত্র প্রতিষ্ঠায় কাজ করবেন।” তিনি সর্বশেষ বলেন, “খালেদা জিয়ার অনুপস্থিতি দলের জন্য প্রভাব ফেলবে না। বরং জনগণের মধ্যে তৈরি হওয়া আবেগ বাংলাদেশ জাতীয়তাবাদী দলকে আরও শক্তিশালী করবে।”
আরএস
No comments yet. Be the first to comment!