রাজনীতি

ঢাকা-১৫ আসনে জামায়াত আমিরের মনোনয়ন বৈধ

আপডেট: জানু ০৩, ২০২৬ : ০৩:১৯ পিএম ১০
ঢাকা-১৫ আসনে জামায়াত আমিরের মনোনয়ন বৈধ

ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে ঢাকা-১৫ আসনে বাংলাদেশ জামায়াতে ইসলামীর আমির ডা. শফিকুর রহমানের মনোনয়নপত্র বৈধ ঘোষণা করা হয়েছে।

আজ শনিবার রাজধানীর আগারগাঁওয়ে নির্বাচন প্রশিক্ষণ ইনস্টিটিউটে (ইটিআই) মনোনয়নপত্র যাচাই–বাছাই শেষে রিটার্নিং কর্মকর্তা মো. ইউনুচ আলী এ সিদ্ধান্ত দেন।

রিটার্নিং কর্মকর্তার কার্যালয় সূত্র জানায়, ডা. শফিকুর রহমানের দাখিল করা হলফনামা ও অন্যান্য প্রয়োজনীয় কাগজপত্র যাচাই করে কোনো ধরনের ত্রুটি পাওয়া যায়নি। তাঁর বিরুদ্ধে কোনো অভিযোগও না থাকায় মনোনয়নপত্র গ্রহণ করে প্রার্থিতা বৈধ ঘোষণা করা হয়।

এদিকে একই আসনে বাংলাদেশের কমিউনিস্ট পার্টির (সিপিবি) প্রার্থী আহাম্মদ সাজেদুল হক রুবেলের মনোনয়নপত্র বাতিল করা হয়েছে।

রিটার্নিং কর্মকর্তার কার্যালয় সূত্রে জানা গেছে, ঢাকা-১৫ আসনে মোট ৯ জন প্রার্থী মনোনয়নপত্র জমা দেন। যাচাই–বাছাই শেষে ৫ জনের মনোনয়ন বৈধ ঘোষণা করা হয়েছে এবং ৩ জনের মনোনয়ন বাতিল করা হয়েছে। আর একজন প্রার্থীর বিষয়ে সিদ্ধান্ত স্থগিত রাখা হয়েছে।

এই আসনে যাঁদের মনোনয়ন বৈধ ঘোষণা করা হয়েছে, তাঁরা হলেন— বাংলাদেশ জামায়াতে ইসলামীর মো. শফিকুর রহমান, বিএনপির মো. শফিকুল ইসলাম খান (মিল্টন), বাংলাদেশ জাসদের মো. আশফাকুর রহমান, জনতার দলের খান শোয়েব আমানউল্লাহ এবং গণফোরামের একেএম শফিকুল ইসলাম।

অন্যদিকে দলীয় মনোনয়ন সংক্রান্ত কাগজপত্র যথাযথ না হওয়ায় সিপিবির আহাম্মদ সাজেদুল হক রুবেল, বাংলাদেশ সুপ্রিম পার্টির মোবারক হোসেন এবং স্বতন্ত্র প্রার্থী তানজিল ইসলামের মনোনয়নপত্র বাতিল করা হয়।

জাতীয় পার্টির প্রার্থী শামসুল হকের মামলার সংক্রান্ত তথ্য যাচাই চলমান থাকায় তাঁর মনোনয়নপত্রের বিষয়ে সিদ্ধান্ত পরে জানানো হবে বলে জানান রিটার্নিং কর্মকর্তা।

নির্বাচনী তফসিল অনুযায়ী, প্রার্থিতা প্রত্যাহারের শেষ দিন ২০ জানুয়ারি। চূড়ান্ত প্রার্থী তালিকা প্রকাশ ও প্রতীক বরাদ্দ দেওয়া হবে ২১ জানুয়ারি। ২২ জানুয়ারি থেকে ১০ ফেব্রুয়ারি পর্যন্ত চলবে প্রচারণা। আর ভোটগ্রহণ অনুষ্ঠিত হবে ১২ ফেব্রুয়ারি।

আরএস

০ মন্তব্য


No comments yet. Be the first to comment!