রাজনীতি

ঢাকা-৯: স্বতন্ত্র প্রার্থী তাসনিম জারার মনোনয়নপত্র বাতিল

আপডেট: জানু ০৩, ২০২৬ : ০৩:৪৩ পিএম
ঢাকা-৯: স্বতন্ত্র প্রার্থী তাসনিম জারার মনোনয়নপত্র বাতিল

ঢাকা-৯ আসনের স্বতন্ত্র প্রার্থী ডা. তাসনিম জারার মনোনয়নপত্র বাতিল ঘোষণা করা হয়েছে। আজ শনিবার বেলা সাড়ে ১১টার দিকে রাজধানীর সেগুনবাগিচায় রিটার্নিং কর্মকর্তার কার্যালয় থেকে বেরিয়ে নিজেই এ কথা জানান তাসনিম জারা। তিনি জানান, মনোনয়নপত্র বাতিলের সিদ্ধান্তের বিরুদ্ধে নির্বাচন কমিশনে আপিল করবেন এবং আপিলের প্রক্রিয়া ইতোমধ্যেই শুরু করেছেন।

দুইজন ভোটারের তথ্য যাচাইয়ে ত্রুটি পাওয়া যাওয়াকে বাতিলের কারণ হিসেবে উল্লেখ করেছে কমিশন। তাসনিম জারা বলেন, “স্বতন্ত্র প্রার্থীর জন্য বিধি অনুযায়ী এক শতাংশ ভোটারের স্বাক্ষর প্রয়োজন। আমরা প্রায় ২০০ স্বাক্ষর বেশি জমা দিয়েছি। কমিশন ওই স্বাক্ষরের মধ্যে ১০ জনের যাচাই করেছেন। আটজনের তথ্য সঠিক পাওয়া গেছে, কিন্তু দুইজন আসলে ঢাকা-৯ এর ভোটার ছিলেন না।”

তিনি আরও বলেন, “দুইজন ভোটারের ক্ষেত্রে আমাদের বা তাঁদের কোনো জ্ঞান ছিল না যে তারা ঢাকা-৯ এর ভোটার নন। নির্বাচন কমিশন কোনো প্রক্রিয়া রাখে না যাতে ভোটাররা কোন আসনের ভোটার তা যাচাই করতে পারে।”

উল্লেখ্য, গত ২৭ ডিসেম্বর এক ফেসবুক পোস্টে জাতীয় নাগরিক পার্টি (এনসিপি) থেকে পদত্যাগের পর ঢাকা-৯ আসন থেকে স্বতন্ত্র প্রার্থী হিসেবে নির্বাচনে অংশ নেওয়ার ঘোষণা দেন তাসনিম জারা। তিনি এই সিদ্ধান্ত নেন এনসিপি ও জামায়াতে ইসলামের নির্বাচনী সমঝোতার প্রেক্ষাপটে।


আরএস

০ মন্তব্য


No comments yet. Be the first to comment!