রাজনীতি

ক্রাউড ফান্ডিংয়ের টাকা যারা চাইবেন, তাদের ফেরত দেওয়া হবে: তাসনিম জারা

আপডেট: জানু ০৪, ২০২৬ : ০৫:০৪ এএম
ক্রাউড ফান্ডিংয়ের টাকা যারা চাইবেন, তাদের ফেরত দেওয়া হবে: তাসনিম জারা

ঢাকা-৯ আসনে স্বতন্ত্র প্রার্থী হিসেবে মনোনয়নপত্রের বৈধতা ফিরে পাওয়ার বিষয়ে আশাবাদ ব্যক্ত করেছেন তাসনিম জারা। তিনি বলেছেন, মনোনয়নপত্র বাতিলের সিদ্ধান্তের বিরুদ্ধে আপিলে জয়ের মতো শক্ত আইনি যুক্তি ও নজির তাঁদের কাছে রয়েছে।

একই সঙ্গে তিনি ঘোষণা দিয়েছেন, দল থেকে পদত্যাগের পর তাঁর নির্বাচনী তহবিলে ক্রাউড ফান্ডিং বা গণ-অনুদান দেওয়া অর্থ যাঁরা ফেরত চাইবেন, তাঁদের সবার টাকা ফেরত দেওয়া হবে। শনিবার (৩ জানুয়ারি) রাতে নিজের ভেরিফায়েড ফেসবুক পেজে দেওয়া এক ভিডিও বার্তায় এসব কথা বলেন তাসনিম জারা।

জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) সাবেক এই নেত্রী ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে ঢাকা-৯ আসন থেকে স্বতন্ত্র প্রার্থী হিসেবে মনোনয়নপত্র জমা দেন। যাচাই-বাছাই শেষে গতকাল দুপুরে রিটার্নিং কর্মকর্তা তাঁর মনোনয়নপত্র বাতিল ঘোষণা করেন। এর বিরুদ্ধে ইতিমধ্যে আপিল প্রক্রিয়া শুরু হয়েছে বলে জানান তিনি।

ভিডিও বার্তায় তাসনিম জারা বলেন, মনোনয়নপত্র বাতিলের খবর পেয়ে অনেক সমর্থকই উদ্বিগ্ন হয়েছেন। তবে তিনি আশ্বস্ত করে বলেন, ‘আমাদের দৃঢ় বিশ্বাস, আমরা আপিলে জিতে আসব এবং আপনাদের সমর্থিত প্রার্থী হিসেবে নির্বাচনে অংশ নিতে পারব।’

নিজের আইনজীবীর বরাত দিয়ে তিনি জানান, আপিলে উপস্থাপনের মতো শক্ত যুক্তি ও অতীতের একাধিক নজির রয়েছে। সমর্থকদের নিরাশ না হওয়ার অনুরোধও জানান তিনি।

ক্রাউড ফান্ডিং প্রসঙ্গে তাসনিম জারা বলেন, স্বতন্ত্র প্রার্থী হিসেবে নির্বাচন করার ঘোষণা দেওয়ার সময়ই তিনি জানিয়েছিলেন—এনসিপি ছাড়ার কারণে কেউ টাকা ফেরত চাইলে তা ফেরত দেওয়া হবে। এখন পর্যন্ত ২০৫ জন বিকাশের মাধ্যমে দেওয়া অর্থ ফেরত চেয়েছেন এবং তাঁদের সবার টাকা ফেরত দেওয়ার প্রক্রিয়া চলছে।

তিনি আরও জানান, ভবিষ্যতে যাঁরা টাকা ফেরত চাইবেন, তাঁদের জন্য একটি ফর্মের লিংক ভিডিওর ক্যাপশন ও মন্তব্য ঘরে দেওয়া হয়েছে। ‘যাঁরা টাকা ফেরত চাইবেন, প্রত্যেকের টাকা ফেরত দেওয়া হবে। এ নিয়ে কোনো ধরনের সন্দেহের অবকাশ নেই,’ বলেন তিনি।

নির্বাচন কমিশনে জমা দেওয়া হলফনামা অনুযায়ী, ক্রাউড ফান্ডিংয়ের মাধ্যমে তাসনিম জারা মোট ৪৬ লাখ ৯৩ হাজার টাকা সংগ্রহ করেছেন।

উল্লেখ্য, তাসনিম জারা এনসিপির জ্যেষ্ঠ যুগ্ম সদস্যসচিব ছিলেন। আসন্ন জাতীয় নির্বাচনে জামায়াতে ইসলামী ও সমমনা দলগুলোর সঙ্গে জোট করার সিদ্ধান্তের বিরোধিতা করে তিনি দল থেকে পদত্যাগ করেন। এরপর ঢাকা-৯ আসনে স্বতন্ত্র প্রার্থী হিসেবে মনোনয়নপত্র জমা দেন।


আরএস

০ মন্তব্য


No comments yet. Be the first to comment!