রাজনীতি

লুটতরাজ ও অর্থ পাচারকারীরা বিভিন্ন অফিসে গিয়ে সেজদা দেওয়া শুরু করেছে: নাসীরুদ্দীন পাটওয়ারী

আপডেট: জানু ০৫, ২০২৬ : ০৬:৩৪ এএম
লুটতরাজ ও অর্থ পাচারকারীরা বিভিন্ন অফিসে গিয়ে সেজদা দেওয়া শুরু করেছে: নাসীরুদ্দীন পাটওয়ারী

অনেক লুটতরাজ ও অর্থ পাচারের সঙ্গে জড়িত ব্যক্তি এখন নিজেদের রক্ষা করতে বিভিন্ন অফিসে গিয়ে সেজদা দেওয়া শুরু করেছে—এমন মন্তব্য করেছেন ঢাকা–৮ আসনে ১১ দলীয় জোট মনোনীত সংসদ সদস্য প্রার্থী ও জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) মুখ্য সমন্বয়ক নাসীরুদ্দীন পাটওয়ারী।

আজ সোমবার (৫ জানুয়ারি) সকালে ঢাকা বিশ্ববিদ্যালয়ের রাজু ভাস্কর্যের পাদদেশে ‘আজাদী পদযাত্রা’র আগে আয়োজিত এক সংবাদ সম্মেলনে তিনি এসব কথা বলেন।  নাসীরুদ্দীন পাটওয়ারী বলেন, ‘বর্তমান রাজনৈতিক বাস্তবতায় আমাদের সামনে দুটি পথ খোলা ছিল—আজাদীর জোট এবং গোলামীর জোট। আমরা দেখেছি, যারা দেশের টাকা বিদেশে পাচার করেছে, যারা জনগণের পকেট কেটে নিজেদের স্বার্থ হাসিল করেছে, তারা এখন নিজেদের বাঁচাতে বিভিন্ন অফিসে গিয়ে সেজদা দিচ্ছে। তখন আমাদের প্রশ্ন ছিল—আগামী নির্বাচনে আমরা আজাদীর পক্ষে থাকব, নাকি গোলামীর পক্ষে? এ কারণেই আমরা আজাদীর জোট বেছে নিয়েছি।’

তিনি বলেন, বাংলাদেশের সাংস্কৃতিক, অর্থনৈতিক ও রাজনৈতিক পরাধীনতা থেকে দেশকে মুক্ত করতেই ১১ দলীয় জোটের এই আন্দোলন। ‘বাংলাদেশকে আজাদ করার লড়াই আমরা চালিয়ে যাব,’ বলেন তিনি।

এর আগে সকালে ঢাকা বিশ্ববিদ্যালয় কেন্দ্রীয় জামে মসজিদে ফজরের নামাজ শেষে শহীদ শরীফ ওসমান হাদির কবর জিয়ারত করেন নাসীরুদ্দীন পাটওয়ারী। তিনি বলেন, শহীদ ওসমান হাদির বিচার নিশ্চিত করা এবং তাঁর শুরু করা আজাদীর সংগ্রাম সম্পন্ন করাই তাঁদের প্রধান দায়িত্ব। সেই লক্ষ্যেই ঢাকা বিশ্ববিদ্যালয় এলাকা থেকে নতুন করে আজাদী যাত্রা শুরু হয়েছে।

ঢাকা–৮ আসনের অন্তর্ভুক্ত রমনা, শাহবাগ, মতিঝিল ও শাহজাহানপুর এলাকায় চাঁদাবাজি, সন্ত্রাস কিংবা দখলদারির বিরুদ্ধে জনগণকে প্রতিরোধ গড়ে তোলার আহ্বান জানান এনসিপির এই নেতা। নির্বাচনী আচরণবিধি প্রসঙ্গে তিনি বলেন, ২১ জানুয়ারির আগে আজাদী পদযাত্রায় কোনো প্রতীক ব্যবহার বা ভোট চাওয়ার কার্যক্রম থাকবে না। আচরণবিধি প্রত্যাহারের পর বিধি মেনে প্রচারণা চালানো হবে।

সংবাদ সম্মেলনে নির্বাচন কমিশনের নিরপেক্ষ ভূমিকা নিশ্চিত করার আহ্বান জানিয়ে নাসীরুদ্দীন পাটওয়ারী বলেন, প্রশাসনকে দলীয় দাসত্ব থেকে বেরিয়ে জনগণের পক্ষে দাঁড়াতে হবে। তা না হলে গণতান্ত্রিক সংগ্রাম আরও জোরদার করা হবে।

সংবাদ সম্মেলনে এনসিপির দক্ষিণাঞ্চলের মুখ্য সংগঠক হাসনাত আব্দুল্লাহসহ জাতীয় ছাত্রশক্তির বিভিন্ন পর্যায়ের নেতা-কর্মীরা উপস্থিত ছিলেন।


আরএস

০ মন্তব্য


No comments yet. Be the first to comment!